অপ্সুদীক্ষা (ইংরেজি: Baptism)[১] বা খ্রিস্টধর্মে দীক্ষা[২][৩] (Christening) হলো খ্রিস্টান ধর্মীয় আচার, যে আচারে নব দীক্ষিত বা শিশুদেরকে সাময়িকভাবে পানিতে ডুবিয়ে খ্রিস্টধর্মে দীক্ষিতকরণ ও খ্রিস্টান নামকরণ করা হয়।[৪] এটা হলো খ্রিস্টান ধর্মের প্রথম ধাপ। বাপ্তিস্ম শিশু বাচ্চাদের ক্ষেত্রে করানো হয় যখন তাদের নামকরণ করা হয়।[৫][৬] কারো অপ্সুদীক্ষা সম্পূর্ণ হলে তাকে অপ্সুদীক্ষিত বলে। সিনপটিক গসপেলগুলি বর্ণনা করে যে, বাপ্তিস্মদাতা যোহন যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন।[৭][৮][৯][১০] নব খ্রিস্টানরা তাদের পানিতে নিমজ্জিত করে বাস্তব রূপে অথবা কল্পনা বসত এবং এই বিশ্বাস করে যে যিশু খ্রীস্ট মারা গেছেন এবং তাকে কবর দেয়া হয়েছে। অতঃপর পানি থেকে উঠে আসে এবং পুনরায় এই বিশ্বাস ধারণ করে যে, যিশু পুনরায় এইরূপে জীবিত হয়ে পৃথিবীতে ফিরে আসবেন। এই ধর্মীয় ধারণা বা বিশ্বাসই হলো অপ্সুদীক্ষা।
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.