শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বোনারপাড়া রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বোনারপাড়া জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
Remove ads
Remove ads
অবস্থান
বোনারপাড়া রেলওয়ে স্টেশনটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত।
ইতিহাস
ব্রিটিশ শাসনামলে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোনারপাড়া রেলওয়ে স্থাপন হয়। উত্তরের ১৬ জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলফেরিঘাট। বোনারপাড়া জংশন স্টেশন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এখানে। ১৯৯৪ সালে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে বালাসিঘাটে যাওয়ার পর বোনারপাড়া-ভরতখালী রুটটি বন্ধ হয়ে যায়। তখন থেকে বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পরে।[২]
Remove ads
পরিষেবা
বোনারপারা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
- লালমনি এক্সপ্রেস
- রংপুর এক্সপ্রেস
- বুড়িমারী এক্সপ্রেস
- করতোয়া এক্সপ্রেস
- দোলনচাঁপা এক্সপ্রেস
- রাম সাগর এক্সপ্রেস
- বগুড়া এক্সপ্রেস
- পদ্মরাগ মেইল ও
- লোকাল ট্রেন।
বন্ধ হয়ে যাওয়া ট্রেন;
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads