বেহান সুলতান (উসমানীয় তুর্কি: شاه سلطان, মৃত্যু. ১৫৫৯) ছিলেন একজন উসমানীয় শাহজাদী। তিনি প্রথম সেলিমআয়শে হাতুনের কন্যা এবং প্রথম সুলাইমানের বোন।

দ্রুত তথ্য বেহান সুলতান, জন্ম ...
বেহান সুলতান
Thumb
ইয়াভুজ সুলতান সেলিম মসজিদের অভ্যন্তরস্থ বেহান সুলতান এর সমাধির প্রবেশদ্বার।
জন্মট্রাবজন, উসমানীয় সাম্রাজ্য
মৃত্যু১৫৫৯
ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য
সমাধি
ইয়াভুজ সেলিম মসজিদ, ইস্তাম্বুল
দাম্পত্য সঙ্গীফেরহাত পাশা
রাজবংশউসমানীয়
পিতাপ্রথম সেলিম
মাতাআয়শে হাতুন
ধর্মইসলাম
বন্ধ

বিবাহ

১৫১৩ সালে বেহান সুলতান উজিরে আজম জামাতা ফেরহাত পাশাকে বিয়ে করেন। তবে ১৫২৪ সালের ১লা নভেম্বর শাহজাদীর ভাই সুলতান সুলাইমানের আদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

তিনি তার ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হন এবং পুনরায় বিবাহ করতে অস্বীকৃতি জানান এবং স্কোপজে-তে তার প্রাসাদে ইস্তাম্বুল হতে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করেন।

বেহান সুলতানের স্বামীর প্রতি আনুগত্য তার পরিবারের প্রতি তার আনুগত্যকে ছাড়িয়ে গিয়েছিল, যা একটি বিরল ঘটনা। ফেরাহাতকে তার জন্যে নির্ধারিত প্রদেশগুলিতে দুর্বৃত্ত ও নির্মম আচরণের ভিত্তিতে হত্যা করা হয়েছিল।  বেহান সুলতানের স্বামীর প্রতি আনুগত্য তার পরিবারের প্রতি আনুগত্যকে ছাড়িয়ে গিয়েছিল, যা একটি বিরল ঘটনা। ফেরহাতকে নিযুক্ত প্রদেশগুলিতে অর্থলোভী ও নির্মম আচরণের ভিত্তিতে হত্যা করা হয়েছিল। সুলাইমানের মা আয়শে হাফসা সুলতানের মধ্যস্থতার মধ্য দিয়ে ফেরহাতকে তার প্রথম অপরাধের জন্য ক্ষমা করা হয়, কিন্তু তিনি তার নির্বাচনী এলাকা থেকে অভিযোগগুলির সত্যতাকে উস্কে দিয়ে আরো অপরাধ করেই চলেছিলেন, এর সুলতান তাকে মৃত্যুদন্ড দেওয়ার আদেশ দেন।[1]

মৃত্যু এবং সমাধি

তিনি ১৫৫৯ সালে মৃত্যুবরণ করেন। ইয়াভুজ সেলিম মসজিদে বেহান সুলতানের পিতা প্রথম সেলিমের সমাধিস্তম্ভে তার সমাধিস্থল অবস্থিত।

সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে চিত্রায়ন

টিভি সিরিজ মুহতেশেম ইউযিয়েল-এ বেহান সুলতান চরিত্রে অভিনয় করেন তুর্কী অভিনেত্রী পিনার সাঘলার জেনচতুর্ক।

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.