Remove ads
ছত্তীসগঢ়ের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেমেতারা জেলাটি ভারতের ছত্তিসগড় রাজ্যের নব্যনির্মিত একটি প্রশাসনিক জেলা।
বেমেতারা জেলা | |
---|---|
ছত্তিশগড়ের জেলা | |
ছত্তিশগড় রাজ্যের মধ্যে বেমেতারার অবস্থান | |
দেশ | ভারত |
[[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ}রাজ্য]] | ছত্তিশগড় |
Division | District |
Headquarters | বেমেতারা |
Tehsils | 5 |
আয়তন | |
• মোট | ২,৮৫৪.৮১ বর্গকিমি (১,১০২.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৯৫,৭৫৯ |
• জনঘনত্ব | ২৮০/বর্গকিমি (৭২০/বর্গমাইল) |
Demographics | |
• সাক্ষরতা | ৫৪.২৪4% |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+05:30) |
[[ভারতের জাতীয় সড়ক} জাতীয় সড়ক]] | NH12 |
ওয়েবসাইট | bemetara |
২০১২ সালের ১৩ই জানুয়ারী, তদানীন্তন মুখ্যমন্ত্রী রমন সিং জেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শ্রুতি সিং,জেলার প্রথম জেলাশাসক হন। বেমেতার দুটি প্রশাসনিক মহকুমা রয়েছে- বেমেতারা ও সাজা ।
বেমেতারার বর্তমান জেলাশাসক হলেন শিব অনন্ত তায়াল। [১]
বেমেতার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বেমেতাররার প্রায় ৮০% লোক তাদের ক্ষেত এবং খামারে কাজ করেন। আরও ১০% হলেন বিভিন্ন বিভাগের সরকারী কর্মচারী যেমন: শিক্ষা, সেচ, পিডব্লিউডি এবং এফসিআই ইত্যাদি। ১০% মানুষ ব্যবসা এবং রিয়েল এস্টেট খাতের সাথে জড়িত। বেমতারার আবগারি বিভাগটি বেমেটারাতে সর্বাধিক প্রভাবশালী বিভাগ। এটি বেমেতারা পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা কর প্রদান করে।
বেমেতারা জেলা ৫ টি তেহশিল বা তালুক নিয়ে গঠিত। নীচে বেমেতারা জেলায় তেহশিলের (তালুক) তালিকা রয়েছে: [২]
১। নবাগড়
২। বেমেতারা
৩। সাজা
৪। থান খামারিয়া
৫। বেরলা
বেমেতারার সংস্কৃতি ছত্তিশগড়ী নীতি, আচার ও রীতিনীতি দ্বারা প্রভাবিত। ছত্তিশগড়ী অঞ্চলের মতো এই অঞ্চলও বিভিন্ন অনুষ্ঠানে মান্ডাই, পান্থি ও মেলার আয়োজন করে। দীপাবলির সময়ে ভাইফোটা উপলক্ষে মাতার এবং মাঘী পূর্ণিমাতে মেলা অনুষ্ঠিত হয়।
২০১১ সালের জনগণনা অনুসারে, জেলার জনসংখ্যা ৭৯৫,৭৫৯ জন। জনগণের ৯৭.৪৩% ছত্তিশগড়ী এবং ১.৯৬% জনগণ হিন্দি তাদের প্রথম ভাষা হিসাবে নিবন্ধন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.