বেনাপোল পৌরসভা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেনাপোল পৌরসভা যশোর জেলার শার্শা উপজেলার একটি ক শ্রেণীর পৌরসভা। ২০০৬ সালের ৫ জানুয়ারী বেনাপোল পৌরসভা গঠিত হয় এবং একই বছরের ১৬ এপ্রিল কার্যক্রম শুরু করে। ২০১০ সালে পৌরসভাকে 'গ' শ্রেনী হতে 'খ' শ্রেনীতে উন্নীত করা হয়। পরের বছরই ২০১১ সালে পৌরসভাটি 'ক' শ্রেণীতে উন্নীত করা হয়।
![]() | এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
বেনাপোল | |
---|---|
পৌরসভা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | শার্শা উপজেলা |
সরকার | |
• মেয়র | ১. মোঃ আশরাফুল আলম লিটন |
• মেয়র | ২. মোঃ নাসির উদ্দীন |
আয়তন | |
• মোট | ১৭.৪০ বর্গকিমি (৬.৭২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯৪,৩০০ |
• জনঘনত্ব | ৫,৪০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি +৬ (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | পৌরসভার ওয়েবসাইট |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.