Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেদান্ত দেশিক (১২৬৮-১৩৬৯[১]) বা বেদান্ত দেশিকন বা স্বামী বেদান্ত দেশিকন বা থুপুল নিগমান্থ দেশিকন হলেন ভারতীয় পলিম্যাথ যিনি সংস্কৃত, মণিপ্রভাম, তামিল ও প্রাকৃত সহ বিভিন্ন ভাষায় দার্শনিক পাশাপাশি ধর্মীয় ও কাব্যিক রচনা লিখেছেন।[২] তিনি ছিলেন ভারতীয় দার্শনিক, শ্রী বৈষ্ণব গুরু, এবং রামানুজ-পরবর্তী সময়ে শ্রী বৈষ্ণবধর্মের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব।[৩]
বেদান্ত দেশিক ছিলেন হিন্দু ভক্ত, কবি, আচার্যের শিক্ষক (দেশিকন) এবং যুক্তিবিদ ও গণিতবিদ। তিনি কিদাম্বি আপ্পুলারের শিষ্য ছিলেন, যিনি অত্রেয়া রামানুজাচারিয়ার নামেও পরিচিত, যিনি নিজেও গুরু-শিষ্য বংশের ছিলেন যা রামানুজের সাথে শুরু হয়েছিল।[৪] বেদান্ত দেশিকনকে শ্রী বৈষ্ণবধর্মের ভাদাকালই সম্প্রদায়ের তিরুমালার বেঙ্কটেশ্বরের ঐশ্বরিক ঘণ্টার অবতার বলে মনে করা হয়। বেদান্ত দেশিকন বিশ্বামিত্র/কৌশিকা গোত্রের অন্তর্গত।[৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.