বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে জংশন স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে জংশন স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের খড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইন ও শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের একটি জংশন স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত। এই স্টেশন মন্দির-নগরী বিষ্ণুপুর ও তার আশেপাশের এলাকাগুলিকে রেল পরিষেবা দেয়।
বিষ্ণুপুর | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | জাতীয় সড়ক ৬০, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ |
স্থানাঙ্ক | ২৩°০৩′৫৪″ উত্তর ৮৭°১৮′০৫″ পূর্ব |
উচ্চতা | ৭৫ মিটার (২৪৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | দক্ষিণ পূর্ব রেল |
লাইন | খড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইন শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | সাধারণ (ভূতলস্থ) |
পার্কিং | নেই |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | VSU |
ইতিহাস | |
বৈদ্যুতীকরণ | ১৯৯৭-৯৮ |
আগের নাম | বেঙ্গল নাগপুর রেলওয়ে |
অবস্থান | |
১৯০১ সালে খড়্গপুর-মেদিনীপুর ব্রাঞ্চ লাইন চালু হয়।[1] বাঁকুড়া জেলার উপর বেঙ্গল নাগপুর রেলের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারিত অংশটি চালু হয় ১৯০৩-০৪ সালে।[2]
শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের বিষ্ণুপুর-গোকুলনগর-জয়পুর সেক্টরটির সম্পূর্ণ হওয়ার কথা ২০০৯-১০ সালের রেল বাজেটে উল্লেখ করা হয়েছে।[3] এই লাইনের কিছু অংশের কাজ এখন নির্মাণাধীন।
আর্দ্রা-ভেদুয়াসোল সেক্টরটির বৈদ্যুতিকীকরণ হয় ১৯৯৭-৯৮ সালে। ১৯৯৮-৯৯ সালে ভেদুয়াসোল-শালবনি সেক্টরের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হয়।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.