বিজয় সরণি মেট্রো স্টেশন

ঢাকা মেট্রোরেলের একটি স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিজয় সরণি মেট্রো স্টেশনmap

বিজয় সরণি মেট্রো স্টেশন ঢাকা মেট্রোরেলের একটি স্টেশন। এই স্টেশনটি ঢাকাবিজয় সরণি এলাকায় অবস্থিত। স্টেশনটি এমআরটি লাইন ৬-এর অন্তর্গত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর স্টেশনটির উদ্বোধন করা হয়।[]

দ্রুত তথ্য বিজয় সরণি, স্থানাঙ্ক ...
বিজয় সরণি
ঢাকা মেট্রোরেলের স্টেশন
বিজয় সরণি মেট্রোরেল স্টেশন ভবণ।
স্থানাঙ্ক২৩.৭৬৬৭৭০৫° উত্তর ৯০.৩৮৩০৯৯৬° পূর্ব / 23.7667705; 90.3830996
মালিকানাধীনঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
লাইনলাইন ৬
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
রেলপথ২ টি
নির্মাণ
গঠনের ধরনউড়াল
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ
ইতিহাস
চালু১৩ ডিসেম্বর ২০২৩ (2023-12-13)
বৈদ্যুতীকরণ১,৫০০ ভোল্ট ডিসি ওভারহেড লাইন
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন ঢাকা মেট্রো পরবর্তী স্টেশন
আগারগাঁও এমআরটি লাইন ৬ ফার্মগেট
অভিমুখে কমলাপুর
যাত্রাপথের মানচিত্র
কিমি
০.০০
টঙ্গী
টঙ্গী বাজার
সোনারগাঁও জনপথ পূর্ব
সোনারগাঁও জনপথ পশ্চিম
দিয়াবাড়ি বাজার
টঙ্গী সম্প্রসারণ অংশের শুরু
৭.৫
উত্তরা উত্তর
উত্তরা সেন্টার
উত্তরা দক্ষিণ
পল্লবী
মিরপুর ১১
মিরপুর ১০
কাজীপাড়া
শেওড়াপাড়া
১৯.২৩
আগারগাঁও
বিজয় সরণি
ফার্মগেট
কারওয়ান বাজার
শাহবাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ সচিবালয়
মতিঝিল
২৮.৭৬
কমলাপুর
সূত্র[]
অবস্থান
বন্ধ

ইতিহাস

২০২২ সালের ডিসেম্বর মাসে অনুমান করা হয় স্টেশনটি ২০২৪ সালের শেষদিকে মেট্রো রেল পরিষেবার জন্য উদ্বোধন করা হবে।[] পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরেই স্টেশনটি জনসাধারণের পরিষেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্টেশন

স্টেশন বিন্যাস

জি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
এল১ মধ্যবর্তী ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, টিকেট বিক্রয় মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, বাম দরজা খুলবে Handicapped/disabled access
দক্ষিণদিকগামী দিক → ফার্মগেট
উত্তরদিকগামী দিক ← আগারগাঁও
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, বাম দরজা খুলবে Handicapped/disabled access
এল২

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.