বাহিরচর ইউনিয়ন

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাহিরচর ইউনিয়নmap

বাহিরচর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত ভেড়ামারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[] এটি ৩৮ বর্গকিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ২০২২ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৫,২৫০ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ৪টি।[]

দ্রুত তথ্য বাহিরচর ইউনিয়ন, দেশ ...
বাহিরচর ইউনিয়ন
ইউনিয়ন
বাহিরচর ইউনিয়ন
Thumb
বাহিরচর ইউনিয়ন
Thumb
বাহিরচর ইউনিয়ন
বাংলাদেশে বাহিরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২′৮.২″ উত্তর ৮৯°০′২৪.১″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাভেড়ামারা উপজেলা 
আয়তন
  মোট৩৮ বর্গকিমি (১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট৩৫,২১৫
  জনঘনত্ব৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ
Thumb
মানচিত্র

গ্রামসমূহ

  1. চক ভেড়ামারা
  2. পশ্চিমদামুকদিয়া
  3. চর দামুকদিয়া
  4. বাহিরচর ১৬দাগ
  5. ১২ দাগ
  6. পাওয়ার হাউজ কলোনী
  7. পাম্পহাউজ কলোনী
  8. মসলেম্পুর
  9. মন্ডলপাড়া
  10. মুন্সিপাড়া
  11. ওয়াহেদপুর
  12. খেজুরতলা
  13. টিকটিকিপাড়া

দর্শনীয় স্থান

সারাংশ
প্রসঙ্গ

ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র

এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামে অবস্থিত একটি বিদুৎ কেন্দ্র। এটিই বাংলাদেশের সব বৃহও তেলে চালিত তাপ বিদুৎ কেন্দ্র।

কোয়ান্টাম এনার্জি পাওয়ার প্লান্ট

এটি পার্টেক্স গ্রুপের একটি তেলে চালিতো বিদুৎ কেন্দ্র। এটি ভেড়ামারা তাপ বিদুৎ কেন্দ্রের পাশেই অবস্থিত।

ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামে অবস্থিত একটি বিদুৎ কেন্দ্র। এটি দেশের প্রথম কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র থেকে গ্যাসে ৪১০ মেগাওয়াট এবং রিসাইকেলিং করে আরো ৭৮ মেগাওয়াট বিদুৎ উৎপন্ন হয়।

ভেড়ামারা বিদুৎ উপকেন্দ্র

২০০০মেগাওয়াটের এই উপকেন্দ্রটি দেশের সবচেয়ে বড় বিদুৎ উপকেন্দ্র। এই উপকেন্দ্রের সাহায্যে ভারত থেকে ১০০০ মেগাওয়াট বিদুয় আমদানি করা হয়। ২০১৪ সালে হওয়া দেশের সবচেয়ে বড় বিদুৎ বিপযয় হয়েছিল এই কেন্দ্র থেকে।

হার্ডিঞ্জ ব্রিজ

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত।

লালনশাহ সেতু

লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু।কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালনশাহের নামে এই সেতুর নামকরন করা হয়েছে। সেতুটি হার্ডিঞ্জ ব্রিজের পাশেই অবস্থিত। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশী এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত।

উল্লেখযোগ্য ব্যক্তি

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.