বাসুলিয়া সুতাহাটা রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের একটি রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাসুলিয়া সুতাহাটা রেলওয়ে স্টেশনmap

বাসুলিয়া সুতাহাটা রেলওয়ে স্টেশন হল পাঁশকুড়া-হলদিয়া লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। স্টেশনটি সুতাহাটা এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ১১৯ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত এবং পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে ৫২ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।[]

দ্রুত তথ্য বাসুলিয়া সুতাহাটা, অবস্থান ...

বাসুলিয়া সুতাহাটা
কলকাতা শহরতলি রেল স্টেশন
অবস্থানহলদিয়া মেছেদা রোড, সুতাহাটা, জেলা:পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
 ভারত
স্থানাঙ্ক২২°০৭′১৩″ উত্তর ৮৮°০৭′৫০″ পূর্ব
উচ্চতা৭ মিটার (২৩ ফুট)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতদক্ষিণ পূর্ব রেল
লাইনপাঁশকুড়া-হলদিয়া লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূপিষ্ঠ স্টেশন)
পার্কিংনা
সাইকেলের সুবিধাহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডবিওয়াইএসএ
অঞ্চল দক্ষিণ পূর্ব রেল
বিভাগ খড়গপুর
ইতিহাস
চালু১৯৬৮
বৈদ্যুতীকরণ১৯৭৪-৭৬
আগের নামহাওড়া-নাগপুর-মুম্বই লাইন
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
দক্ষিণ পূর্ব রেল
অবস্থান
বাসুলিয়া সুতাহাটা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বাসুলিয়া সুতাহাটা
পশ্চিমবঙ্গে অবস্থান
বাসুলিয়া সুতাহাটা ভারত-এ অবস্থিত
বাসুলিয়া সুতাহাটা
পশ্চিমবঙ্গে অবস্থান
বন্ধ
আরও তথ্য হাওড়া-খড়গপুর লাইন ...
বন্ধ

ইতিহাস

বাসুলিয়া সুতাহাটা রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের সুতাহাটা এ অবস্থিত। স্টেশন কোড হল (বিওয়াইএসএ)। এটি পাঁশকুড়া-হলদিয়া লাইনের একটি ছোট রেলওয়ে স্টেশন। নিকটতম স্টেশনগুলি দুর্গাচক, বরদা এবং প্রধান রেলওয়ে স্টেশন হল হাওড়া এবং খড়গপুর। সমস্ত লোকাল ইএমইউ ট্রেনগুলি এই স্টেশনে দাঁড়ায়। যেমন- হাওড়া-হলদিয়া লোকাল, পাঁশকুড়া-হলদিয়া লোকাল এবং সাঁতরাগাছি-হলদিয়া লোকাল ইত্যাদি। ১৯৮৬ সালে পাঁশকুড়া-দুর্গাচক লাইনটি চালু করা হয়েছিল, এমন সময় যখন হলদিয়া বন্দর নির্মাণ করা হচ্ছিল। পরবর্তীকালে এটি হলদিয়া পর্যন্ত প্রসারিত করা হয়েছিল।[][] পাঁশকুড়া-হলদিয়া লাইনটি ১৯৭৪-৭৬ সালে বিদ্যুতায়িত হয়।[]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.