বার্ণপুর বিমানবন্দর
ভারতের বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বার্ণপুর বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের আসানসোল মহানগরীর বার্ণপুর অঞ্চলে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর।এই বিমানবন্দরটি পরিচালনা করে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।এই বিমানবন্দরের মালিকানা রয়েছে ইস্কো ইস্পাত (বার্নপুর ইস্পাত কারখানা) কারখানার কাছে।এই বিমানবন্দর প্রধানত এই ইস্পাত কারখানার জন্যই ব্যবহৃত হয়।তবে বর্তমান কেন্দ্র সরকারের আঞ্চলিক বিমান পরিবহনের ঘোষণায় এই বিমান বন্দর স্থান পেয়েছে ভারতবর্ষের ১২৮ টি নতুন ঘোষিত বিমান পথে।[১] এই বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে বিমান পরিচালনার কথা বলা হয়েছে।এই পথে উড়ান পরিচালনা করবে ডেকান এয়ার ১৮ আসনের বিমানের দ্বারা।
বার্ণপুর বিমানবন্দর ইস্কো বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | বেসরকারি বা ব্যক্তিগত | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | আসানসোল | ||||||||||
অবস্থান | বার্ণপুর, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৩১০ ft ফুট / ৯৪ m msl মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°৩৭′৫৩″ উত্তর ০৮৬°৫৮′৩১″ পূর্ব | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
ইস্কো ইস্পাত কারখানা of ভারতীয় ইস্পাত নিগম | |||||||||||
সক্রিয় বেসরকারি বিমানবন্দর |
বিবরণ
বিমানবন্দরের রানওয়ে ১,২২০ মিটার (৪,০০০ ফুট) দীর্ঘ ও ২৩ মিটার চওড়া।বিমানবন্দরটিতে কোনো টার্মিনাল বা প্রান্তীক নেই।নেই কোনো এটিসি কন্টোল ভবন। বিমানবন্দরটি মোট ৬৩ একর জমিতে গড়ে উঠেছে।
সম্প্রসারণ
ভারত সরকার-এর রিজনাল কানেক্টিভিটি স্কিম-এর অন্তর্গত হয়েছে এই বিমানবন্দর।ফলে বিমানবন্দরটির পরিকাঠামো গড়বে ভারতের বিমান মন্ত্রণালয়।প্রথমে ₹ ৫কোটি টাকা খরচ হবে।পরে মোট ₹ ১০০কোটি খরচ ধরা হয়েছে বিমানবন্দরটির নতুন এটিসি ভবন, টার্মিনাল, রাস্তা প্রভৃতি নির্মাণে।[২]
গন্তব্য ও বিমান সংস্থা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.