বারৈয়াঢালা ইউনিয়ন
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বারৈয়াঢালা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বারৈয়াঢালা | |
---|---|
ইউনিয়ন | |
২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বারৈয়াঢালা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৯′৪৮″ উত্তর ৯১°৩৮′১০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | হাজী রেহান উদ্দিন রেহান |
আয়তন | |
• মোট | ২৭.২৭ বর্গকিমি (১০.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,০০০ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.১৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বারৈয়াঢালা ইউনিয়নের আয়তন ৬৭৩৮ একর[1] (২৭.২৭ বর্গ কিলোমিটার)।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বারৈয়াঢালা ইউনিয়নের লোকসংখ্যা ৩৬,০০০ জন। এর মধ্যে পুরুষ ১৭,৯৭০ জন এবং মহিলা ১৮,০৩০ জন।[2]
সীতাকুণ্ড উপজেলার সর্ব-উত্তরে বারৈয়াঢালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার।[3] এ ইউনিয়নের পশ্চিমে সৈয়দপুর ইউনিয়ন; দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভা; পূর্বে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন ও বাগানবাজার ইউনিয়ন এবং উত্তরে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়ন অবস্থিত।
বারৈয়াঢালা ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
বারৈয়াঢালা ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১৭%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বারৈয়াঢালা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (বড়টাকি স্টেশন)।
বারৈয়াঢালা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোহাট খোলা খাল এবং বদরখালী খাল।[6]
বারৈয়াঢালা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ছোট দারোগাহাট এবং বড় দারোগাহাট।[7]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ শফি চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৩৮-১৯৪২ |
০২ | শরৎচন্দ্র চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪২-১৯৪৬ |
০৩ | খলিলুর রহমান চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪৬-১৯৫৪ |
০৪ | ডাঃ মোহাম্মদ হাশেম চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৪-১৯৫৮ |
০৫ | ডাঃ মজিবুল হক চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৮-১৯৬১ |
০৬ | ডাঃ মজিবুল হক চৌধুরী | ১৯৬১-১৯৬৫ |
০৭ | এম নুরুল ইসলাম | ১৯৬৫-১৯৭২ |
০৮ | মাস্টার আলী হোসেন (নিয়োগপ্রাপ্ত) | ১৯৭২-১৯৭৪ |
০৯ | মোফাক্কর হোসেন | ১৯৭৪-১৯৭৮ |
১০ | মাস্টার বদিউল আলম | ১৯৭৮-১৯৮৫ |
১১ | মোফাক্কর হোসেন | ১৯৮৫-১৯৯২ |
১২ | মৌলভী আবুল মনছুর | ১৯৯২-২০০৩ |
১৩ | হাজী মোহাম্মদ রেহান উদ্দীন রেহান | ২০০৩-বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.