বডিগার্ড (২০১১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বডিগার্ড (২০১১-এর চলচ্চিত্র)

বডিগার্ড (অনু.দেহরক্ষী, হিন্দি: बॉडीगार्ड) ২০১১ সালের একটি ভারতীয় হিন্দী চলচ্চিত্র। এই রোমান্টিক-অ্যাকশন চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সিদ্দীক। পরিচালক সিদ্দীক এই চলচ্চিত্র তৃতীয় বারের মত পুণঃনির্মান করেন। অতুল অগ্নিহোতরি প্রযোজিত চলচ্চিত্রটিতে সালমান খানকারিনা কাপুর অভিনয় করেন।[৪] চলচ্চিত্রটির মিউজিক করেছেন হিমেশ রেশমিয়া এবং প্রীতম চক্রবর্তী। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা
বডিগার্ড চলচ্চিত্রটি ৩১ অগাষ্ট ২০১১ সালে ভারতের ৭০ টি শহরে মুক্তিলাভ করে। চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহেই ৯৯.৫০ কোটি ভারতীয় টাকা মুদ্রা আয় করেছে।

দ্রুত তথ্য বডিগার্ড, পরিচালক ...
বডিগার্ড
Thumb
বডিগার্ড চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসিদ্দিক
প্রযোজকঅতুল অগ্নিহোত্রী
অলভিরা অগ্নিহোত্রী
রিলায়েন্স এন্টারটেনমেন্ট
রচয়িতাসিদ্দিক
শ্রেষ্ঠাংশেসালমান খান
কারিনা কাপুর
হাজেল কিচ
রাজ বব্বর
মহেশ মাঞ্জরেকর
সুরকারহিমেশ রেশমিয়া
প্রিতম
চিত্রগ্রাহকসেজাল শাহ
সম্পাদকসঞ্জয় সংকলা
পরিবেশকরিলায়েন্স এন্টারটেনমেন্ট
রিল লাইফ প্রডাকশনস প্রা. লি.
মুক্তি৩১ অগাস্ট, ২০১১
স্থিতিকাল১৩২ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৬০ কোটি টাকা[২]
আয়২৩০ কোটি টাকা[৩]
বন্ধ

অভিনয় শিল্পী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.