বডিগার্ড (২০১১-এর চলচ্চিত্র)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বডিগার্ড (অনু. দেহরক্ষী, হিন্দি: बॉडीगार्ड) ২০১১ সালের একটি ভারতীয় হিন্দী চলচ্চিত্র। এই রোমান্টিক-অ্যাকশন চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সিদ্দীক। পরিচালক সিদ্দীক এই চলচ্চিত্র তৃতীয় বারের মত পুণঃনির্মান করেন। অতুল অগ্নিহোতরি প্রযোজিত চলচ্চিত্রটিতে সালমান খান ও কারিনা কাপুর অভিনয় করেন।[৪] চলচ্চিত্রটির মিউজিক করেছেন হিমেশ রেশমিয়া এবং প্রীতম চক্রবর্তী। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা।
বডিগার্ড চলচ্চিত্রটি ৩১ অগাষ্ট ২০১১ সালে ভারতের ৭০ টি শহরে মুক্তিলাভ করে। চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহেই ৯৯.৫০ কোটি ভারতীয় টাকা মুদ্রা আয় করেছে।
বডিগার্ড | |
---|---|
![]() বডিগার্ড চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সিদ্দিক |
প্রযোজক | অতুল অগ্নিহোত্রী অলভিরা অগ্নিহোত্রী রিলায়েন্স এন্টারটেনমেন্ট |
রচয়িতা | সিদ্দিক |
শ্রেষ্ঠাংশে | সালমান খান কারিনা কাপুর হাজেল কিচ রাজ বব্বর মহেশ মাঞ্জরেকর |
সুরকার | হিমেশ রেশমিয়া প্রিতম |
চিত্রগ্রাহক | সেজাল শাহ |
সম্পাদক | সঞ্জয় সংকলা |
পরিবেশক | রিলায়েন্স এন্টারটেনমেন্ট রিল লাইফ প্রডাকশনস প্রা. লি. |
মুক্তি | ৩১ অগাস্ট, ২০১১ |
স্থিতিকাল | ১৩২ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৬০ কোটি টাকা[২] |
আয় | ২৩০ কোটি টাকা[৩] |
অভিনয় শিল্পী
- সালমান খান - লাভলি সিং
- কারিনা কাপুর - দিব্যা
- হ্যাজেল কেচ - মায়া
- রজত রাওয়ালি - সুনামি
- অসরানি
- মহেশ মাঞ্জরেকর
- ক্যাটরিনা কাইফ[৫]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.