বড়জোড়া বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বড়জোড়া বিধানসভা কেন্দ্রmap

বড়জোড়া (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য বড়জোড়া, দেশ ...
বড়জোড়া
বিধানসভা কেন্দ্র
Thumb
বড়জোড়া
Thumb
বড়জোড়া
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৬′০০″ উত্তর ৮৭°১৭′০০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া
কেন্দ্র নং.২৫৩
আসনখোলা
লোকসভা কেন্দ্র৩৭. বিষ্ণুপুর
নির্বাচনী বছর২০৩,৫৫০ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৫৩ নং বরজোড়া বিধানসভা কেন্দ্রটি বড়জোড়া সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভক্তবন্ধ, গঙ্গাজলঘাটি, গোবিন্দধাম, কাপিস্তা, নিত্যানন্দপুর এবং পিরবনি গ্রাম পঞ্চায়েত গুলি গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[]

বড়জোড়া বিধানসভা কেন্দ্রটি ৩৭ নং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। []

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১বরজোড়াপ্রফুল্ল চন্দ্র রায়ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৫৭আসন নেই[]
১৯৬২প্রমথ ঘোষভারতের কমিউনিস্ট পার্টি[]
১৯৬৭এ.চ্যাটার্জীভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৯অশ্বিনী কুমার রাজভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭১অশ্বিনী কুমার রাজভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭২সুধাংশু শেখর তিওয়ারিভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭অশ্বিনী কুমার রাজভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮২বিহারী লাল ভট্টাচার্যভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৮৭জয়শ্রী মিত্রভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১]
১৯৯১জয়শ্রী মিত্রভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
১৯৯৬সুস্মিতা বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৩]
২০০১সুস্মিতা বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৪]
২০০৬সুস্মিতা বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫]
২০১১আশুতোষ মুখার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬]
বন্ধ

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১৬

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: বরজোড়া কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) সুজিত চক্রবর্তী ৮৬,৮৭৩ ৪৩.৪২ +০.৫৩
তৃণমূল সোহম চক্রবর্তী ৮৬,২৫৭ ৪৩.১১ -৪.৫৮
বিজেপি সুজিত আগাস্থি ১৫,৯৯১ ৭.৯৯ +৪.৪৬
এসইউসিআই(সি) সুদর্শন অধিকারী ২,৩৫২ ১.১৮
নির্দল রঘুনাথ রায় ২,৩২৬ ১.১৬
বিএমপি ইন্দ্রাণী সর্দার ২,০৫০ ১.০২
উপরের কেউ না উপরের কেউ না ৪,২৩৫ ২.১২
সংখ্যাগরিষ্ঠতা ৬১৬ ০.৩১ −৪.৪৯
ভোটার উপস্থিতি ২,০০,০৮৪ ৮৬.৪৬ −০.৫৫
নিবন্ধিত ভোটার ২,৩১,৪১৪
তৃণমূল থেকে সিপিআই(এম) অর্জন করেছে সুইং
বন্ধ

২০১১

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: বরজোড়া কেন্দ্র[১৭][১৮][১৯]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল আশুতোষ মুখার্জী ৮৪,৪৫৭ ৪৭.৬৯ +৯.১৮
সিপিআই(এম) সুস্মিতা বিশ্বাস ৭৫,৯৬৬ ৪২.৮৯ -১০.২৮
বিজেপি সঞ্জয় পাল ৬,২৪৫ ৩.৫৩
নির্দল প্রশান্ত হেমব্রম ৫,৫৭৭
নির্দল ঠাকুরদাস হেমব্রম ২,৫৯২
বিএসপি ভবেশ টুডু ২,২৬৫
ভোটার উপস্থিতি ১,৭৭,১০২ ৮৭.০১
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং ১৯.৪৬
বন্ধ
আরও তথ্য পার্টি, আসন জয় ...
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬,[১৫] ২০০১[১৪] এবং ১৯৯৬ সালের[১৩] বিধানসভা নির্বাচনে, সিপিআই (এম) এর সুস্মিতা বিশ্বাস বরজোড়া কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের শম্পা দাড়িপাকে পরাজিত করেন, তৃণমূল কংগ্রেসের সুধাংশু শেখর তিওয়ারিকে এবং কংগ্রেসের তাপসী ব্যানার্জীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) এর জয়শ্রী মিত্র ১৯৯১ সালে কংগ্রেসের সব্যসাচী রায়কে[১২] এবং ১৯৮৭ সালে কংগ্রেসের সুধাংশু শেখর তিওয়ারিকে পরাজিত করেন।[১১] সিপিআই (এম) এর বিহারী লাল ভট্টাচার্য ১৯৮২ সালে কংগ্রেসের সুধাংশু শেখর তিওয়ারিকে পরাজিত করেন।[১০] সিপিআই (এম) এর অশ্বিনী কুমার রাজ ১৯৭৭ সালে কংগ্রেসের সুধাংশু শেখর তিওয়ারিকে পরাজিত করেন।[][২০]

১৯৫১-১৯৭২

কংগ্রেসের সুধাংশু শেখর তিওয়ারি ১৯৭২ সালে জয়ী হন।[] সিপিআই (এম) এর অশ্বিনী কুমার রাজ ১৯৭১[] এবং ১৯৬৯ সালে[] জয়ী হন। ১৯৬৭ সালে কংগ্রেসের এ.চ্যাটার্জী জয়ী হন।[] সিপিআইয়ের প্রমথ ঘোষ ১৯৬২ সালে জয়ী হন।[] ১৯৫৭ সালে বরজোড়া কেন্দ্রে আসন বিদ্যমান ছিল না। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, কংগ্রেসের প্রফুল্ল চন্দ্র রায় বরজোড়া কেন্দ্র থেকে জয়ী হন।[][২১]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.