প্রাগজ্যোতিষ হল একটি পৌরাণিক রাজ্য যার কথা বহু হিন্দু মহাকাব্যে উল্লেখ করা হয়েছে। এটি ঐতিহাসিক কামরূপের সাথে যুক্ত হয়েছিল[1] বর্মণ রাজবংশের ভাস্করবর্মণের পরে পৌরাণিক প্রাগজ্যোতিষের নরক/ভগদত্ত থেকে তার বংশের সূত্র ধরে উত্তর ভারতে আধিপত্য বিস্তারের উদ্দেশ্য নিয়ে তার রাজ্যের পরিধি মূল ভূখণ্ডের ঐতিহ্যের কাছাকাছি নিয়ে আসার জন্য যখন তিনি একজন শক্তিশালী রাজা হিসেবে আবির্ভূত হন।[2] পৌরাণিক নরক/ভগদত্ত বংশের পরিচয় প্রায় একই উদ্দেশ্যে ম্লেচ্ছপালদের দ্বারা ব্যবহার করা অব্যাহত ছিল।[3]

দ্রুত তথ্য প্রাগজ্যোতিষ রাজ্য, অবস্থা ...
প্রাগজ্যোতিষ রাজ্য

Thumb
রাজা নরকের একটি দৃশ্য
অবস্থাকিংবদন্তী
বন্ধ

 

ধর্মগ্রন্থ

সমস্ত প্রাথমিক রেফারেন্স উত্তর-পূর্ব ভারতের কামরূপ বা তার আশেপাশে প্রাগজ্যোতিষের অবস্থান বোঝায় না।[4] এই রাজ্যের প্রথম উল্লেখ রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায়, যে অংশগুলো প্রথম শতাব্দীর খুব বেশি আগে লেখা নয়।[5] পূর্বের কিষ্কিন্ধা কাণ্ডে প্রাগজ্যোতিষ পশ্চিমে সমুদ্রের বরাহ পর্বতের কাছে দেখানো করা হয়েছে।[6] পরের অশ্বমেধ-পর্বে, অর্জুন নিম্ন সিন্ধু উপত্যকায় পাঞ্জাবের কাছে তিন দিনের যুদ্ধে প্রাগজ্যোতিষের বজ্রদত্তকে পরাজিত করেন;[7] হরিবংশ পর্বেও একাধিক উল্লেখ রয়েছে।[8][9] রাজ্যটি বন রাজ্যের সমসাময়িক ছিল।

জনপ্রিয় সংস্কৃতি

একটি জনপ্রিয় পৌরাণিক আখ্যান দাবি করে যে জ্যোতিষ হল জুহথিসের সংস্কৃত রূপ, যারা (আপাতদৃষ্টিতে) চীন থেকে আসামে প্রথম অভিবাসী ছিলেন — এর সমর্থনে অবশ্য ঐতিহাসিক প্রমাণ নেই।[10]

আরো দেখুন

টীকা

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.