Remove ads
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট না হয়ে যদি ১০০ বা ততোধিক রান একটি ইনিংসে সম্পন্ন করেন, তখন তিনি সেঞ্চুরি করেছেন বলে গণ্য করা হয়ে থাকে। আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটের নিচে অবস্থানকারী প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বমোট ২৫জন খেলোয়াড় একশত বা ততোধিকবার সেঞ্চুরি করার এ কৃতিত্বের দাবীদার।[১]
প্রথম ক্রিকেটার হিসেবে একশত বা ততোধিকবার সেঞ্চুরি করার অধিকারী হচ্ছেন ডব্লিউ. জি. গ্রেস। ১৮৯৫ সালে তিনি তার শততম সেঞ্চুরি করেন। তবে, এ অর্জনের সাথে জড়িত থাকা স্বত্ত্বেও একমাত্র ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং গড় ৪০-এর নিচে রয়েছে।[২]
ঐতিহাসিকভাবেই ইংরেজ কাউন্টি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় প্রত্যেক মৌসুমে সর্বাধিক প্রথম-শ্রেণীর খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ২৫জনের ১০০ প্রথম-শ্রেণীর সেঞ্চুরিকারীদের প্রায় সবাই ইংরেজিভাষী বা ইংরেজি ভাষায় দক্ষ। কেবলমাত্র অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, নিউজিল্যান্ডের গ্লেন টার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস এর বাইরে অবস্থান করছেন। তন্মধ্যে, গ্লুচেস্টারশায়ারের পক্ষে জহির আব্বাস, ওরচেস্টারশায়ারের পক্ষে গ্লেন টার্নার এবং ভিভ রিচার্ডস সমারসেটের পক্ষে বিদেশী খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম ইংরেজ-বহির্ভূত ব্যাটসম্যান হিসেবে এ সম্মাননায় রয়েছেন ডন ব্র্যাডম্যান। এছাড়াও, একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি কোন ইংরেজ কাউন্টি দলে প্রতিনিধিত্ব করেননি।
অবস্থান | ১০০ | খেলোয়াড় | দেশ (১০০) | কাউন্টি (১০০) | ১০০তম | ইটএইচ | সময়কাল | ই | রান | গড় | মন্তব্য |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৯৯ | জ্যাক হবস | ইংল্যান্ড (১৫) | সারে (১৪৪) | ১৯২৩ | ৮২১ | ১৯০৫–১৯৩৪ | ১,৩১৫ | ৬১,২৩৭ | ৫০.৬৫ | [৩] |
২ | ১৭০ | প্যাটসি হেনড্রেন | ইংল্যান্ড (৭+১) | মিডলসেক্স (১১৯) | ১৯২৮–২৯ | ৭৪০ | ১৯০৭–১৯৩৮ | ১,৩০০ | ৫৭,৬১১ | ৫০.৮০ | [৪] |
৩ | ১৬৭ | ওয়ালি হ্যামন্ড | ইংল্যান্ড (২২+৪) | গ্লুচেস্টারশায়ার (১১৩) | ১৯৩৫ | ৬৮০ | ১৯২৩–১৯৫০ | ১,০০৫ | ৫০,৫৫১ | ৫৬.১০ | [৫] |
৪ | ১৫৩ | ফিল মিড | ইংল্যান্ড (৪) | হ্যাম্পশায়ার (১৩৮) | ১৯২৭ | ৮৯২ | ১৯০৫–১৯৩৬ | ১,৩৪০ | ৫৫,০৬১ | ৪৭.৬৭ | [৬] |
৫ | ১৫১ | জিওফ্রে বয়কট ♠ | ইংল্যান্ড (২২+৩) | ইয়র্কশায়ার (১০৩) | ১৯৭৭ | ৬৪৫ | ১৯৬২–১৯৮৬ | ১,০১৪ | ৪৮,৪২৬ | ৫৬.৮৩ | [৭] |
৬ | ১৪৯ | হার্বার্ট সাটক্লিফ | ইংল্যান্ড (১৬+২) | ইয়র্কশায়ার (১১২) | ১৯৩২ | ৭০০ | ১৯১৯–১৯৪৫ | ১,০৮৮ | ৫০,১৩৮ | ৫১.৯৫ | [৩] |
৭ | ১৪৫ | ফ্রাঙ্ক ওলি | ইংল্যান্ড (৫+৩) | কেন্ট (১২২) | ১৯২৯ | ১,০৩১ | ১৯০৬–১৯৩৮ | ১,৫৩২ | ৫৮,৯৬৯ | ৪০.৭৫ | [৩] |
৮ | ১৩৬ | গ্রেইম হিক | ইংল্যান্ড (৬) | ওরচেস্টারশায়ার (১০৬) | ১৯৯৮ | ৫৭৪ | ১৯৮৩–২০০৮ | ৮৭১ | ৪১,১১২ | ৫২.২৩ | [৮] |
৯ | ১২৯ | লেন হাটন | ইংল্যান্ড (১৯+১) | ইয়র্কশায়ার (৮৫) | ১৯৫১ | ৬১৯ | ১৯৩৪–১৯৬০ | ৮১৪ | ৪০,১৪০ | ৫৫.৫১ | [৯] |
১০ | ১২৮ | গ্রাহাম গুচ | ইংল্যান্ড (২০) | এসেক্স (৯৪) | ১৯৯২–৯৩ | ৮২০ | ১৯৭৩–২০০০ | ৯৯০ | ৪৪,৮৪৬ | ৪৯.০১ | [১০] |
১১ | ১২৬ | ডব্লিউ. জি. গ্রেস | ইংল্যান্ড (২+২) | গ্লুচেস্টারশায়ার (৪৯) | ১৮৯৫ | ১,১১৩ | ১৮৬৫–১৯০৮ | ১,৪৯৩ | ৫৪,৮৯৬ | ৩৯.৫৫ | [৩] |
১২ | ১২৩ | ডেনিস কম্পটন | ইংল্যান্ড (১৭) | মিডলসেক্স (৬৭) | ১৯৫২ | ৫৫২ | ১৯৩৬–১৯৬৪ | ৮৩৯ | ৩৮,৯৪২ | ৫১.৮৫ | [১১] |
১৩ | ১২২ | টম গ্রেভেনি | ইংল্যান্ড (১১) | গ্লুচেস্টারশায়ার (৫০) ওরচেস্টারশায়ার (২৭) | ১৯৬৪ | ৯৪০ | ১৯৪৮–১৯৭২ | ১,২২৩ | ৪৭,৭৯৩ | ৪৪.৯১ | [১২] |
১৪ | ১১৭ | ডোনাল্ড ব্র্যাডম্যান | অস্ট্রেলিয়া (২৯+৩৬) | — | ১৯৪৭–৪৮ | ২৯৫ | ১৯২৭–১৯৪৯ | ৩৩৮ | ২৮,০৬৭ | ৯৫.১৪ | [১৩][১৪] |
১৫ | ১১৪ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ (২৪+২৩) | সমারসেট (৪৭) গ্ল্যামারগন (১০) | ১৯৮৮–৮৯ | ৬৫৮ | ১৯৭১–১৯৯৩ | ৭৯৬ | ৬৩,২১২ | ৪৯.৪০ | [১৫][১৬] |
১৬ | ১১৪ | মার্ক রামপ্রকাশ | ইংল্যান্ড (২+৩) | মিডলসেক্স (৪৬) সারে (৬০) | ২০০৮ | ৬৭৬ | ১৯৮৭–২০১২ | ৭৬৪ | ৩৫,৬৫৯ | ৫৩.৪ | [১৭] |
১৭ | ১০৮ | জহির আব্বাস ♠ | পাকিস্তান (১২+১৭) | গ্লুচেস্টারশায়ার (৪৯) | ১৯৮২–৮৩ | ৬৫৮ | ১৯৬৫–১৯৮৭ | ৭৬৮ | ৩৪,৮৪৩ | ৫১.৫৪ | [১৯][২০] |
১৮= | ১০৭ | অ্যান্ডি স্যান্ডহাম | ইংল্যান্ড (২) | সারে (৮৩) | ১৯৩৫ | ৮৭১ | ১৯১১–১৯৩৮ | ১,০০০ | ৪১,২৮৪ | ৪৪.৮২ | [২১] |
১৮= | ১০৭ | কলিন কাউড্রে | ইংল্যান্ড (২২+১) | কেন্ট (৫৮) | ১৯৭৩ | ১,০৩৫ | ১৯৫০–১৯৭৬ | ১,১৩০ | ৪২,৭১৯ | ৪২.৮৯ | [২২] |
২০ | ১০৪ | টম হেওয়ার্ড | ইংল্যান্ড (৩) | সারে (৮৮) | ১৯১৩ | ১,০৭৬ | ১৮৯৩–১৯১৪ | ১,১৩৮ | ৪৩,৫৫১ | ৪১.৭৯ | [২৩] |
২১= | ১০৩ | গ্লেন টার্নার | নিউজিল্যান্ড (৭+৯) | ওরচেস্টারশায়ার (৭২) | ১৯৮২ | ৭৭৯ | ১৯৬৪–১৯৮৩ | ৭৯২ | ৩৪,৩৪৬ | ৪৯.৭০ | [২৪][২৫] |
২১= | ১০৩ | জন এডরিচ | ইংল্যান্ড (১২) | সারে (৮১) | ১৯৭৭ | ৯৪৫ | ১৯৫৬–১৯৭৮ | ৯৭৯ | ৩৯,৭৯০ | ৪৫.৪৭ | [২৬] |
২৩= | ১০২ | লেস অ্যামিস | ইংল্যান্ড (৮+৪) | কেন্ট (৭৮) | ১৯৫০ | ৯১৬ | ১৯২৬–১৯৫১ | ৯৫১ | ৩৭,২৪৮ | ৪৩.৫১ | [২৭] |
২৩= | ১০২ | আর্নেস্ট টিল্ডসলে | ইংল্যান্ড (৩+১) | ল্যাঙ্কাশায়ার (৯০) | ১৯৩৪ | ৯১৯ | ১৯০৯–১৯৩৬ | ৯৬১ | ৩৮,৮৭৪ | ৪৫.৪৬ | [২৮] |
২৩= | ১০২ | ডেনিস অ্যামিস | ইংল্যান্ড (১১+১) | ওয়ারউইকশায়ার (৭৮) | ১৯৮৬ | ১,০৮১ | ১৯৬০–১৯৮৭ | ১,১৩৯ | ৪৩,৪২৩ | ৪২.৮৬ | [২৯] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.