প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) ভারতের কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রধান মন্ত্রক। এর প্রধান কাজ হল রক্ষা ও সুরক্ষা সম্বন্ধী বিষয়ে নীতিনির্ধারণ করা এবং তার কার্যপ্রণালী রক্ষা বিভাগ, রক্ষা সামগ্রী উৎপাদন বিভাগ, রক্ষা অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ, আর্থিক বিভাগ, ভারতীয় সৈন্য বল, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ বিভাগ, আন্তর্পরিষেবা সংস্থাগুলিকে তা অবগত করানো। তাছাড়া সরকারে বিভিন্ন নীতিগুলিকেও উক্ত বিভাগগুলিতে কার্যকর করা।
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৭৭৬ |
যার এখতিয়ারভুক্ত | ভারতীয় প্রজাতন্ত্র |
সদর দপ্তর | রাইসিনা, নতুন দিল্লি |
বার্ষিক বাজেট | (২০১৪)[১] (২০১৫)[২] |
সংস্থা নির্বাহী |
|
অধিভূক্ত সংস্থা |
|
ওয়েবসাইট | mod.nic.in |
বিভাগগুলির কার্যপ্রণালী
- রক্ষা বিভাগ
সেনাবাহিনীর সকল বিভাগের ও আন্তর্পরিষেবা সংস্থাগুলির সবরকম দায়িত্ব বহন করে। রক্ষা বাজেট, রক্ষানীতি, স্থাপনাকার্য, সংসদ সম্বন্ধিত বিষয় ও অন্য দেশেরটান সাথে সম্বন্ধ তথা সহযোগ ইত্যাদি ব্যাপারে দায়িত্বভার বহন করা এই বিভাগের কাজ
- রক্ষা সামগ্রী উৎপাদন বিভাগ
এই বিভাগের কাজ হল সুরক্ষা সামগ্রীর প্রয়োজন মেটানো। এবং সুরক্ষা উপকরণের আমদানি বা রপ্তানি করা। আমদানিকৃত উপকরণগুলির স্বদেশীকরণ ইত্যাদি এই বিভাগের কাজ।
- রক্ষা অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ
এই বিভাগের প্রধান সচিব যিনি রক্ষা মন্ত্রীর উপদেষ্টাও হয়। এই বিভাগের প্রধান কাজ হল সৈনিকদের সাজ সরঞ্জাম, সেনাদ্বারা ব্যবহৃত অস্ত্র উপকরণ ও অস্ত্রের আকার আকৃতি ইত্যাদি সম্বন্ধে গবেষণা ও তার বিকাস করা।
- অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ বিভাগ
এই বিভাগ অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণার্থে তাদের জন্যে সৈনিকবৃত্তি নির্ধারণ ও তাদের তা প্রদান করা। তাছাড়া সৈনিকদের আরো অন্য বিভিন্ন কল্যাণকর বিষয়ে কাজ করা।
প্রশাসনিক কর্মকর্তা
নাম | পদ |
---|---|
অজয় কুমার | প্রতিরক্ষা সচিব |
অপূর্ব চন্দ্র | বিশেষ সচিব এবং মহাপরিচালক (অধিগ্রহণ) |
জিভেশ নন্দন | অতিরিক্ত সচিব (জেএন) |
নিবেদিতা শুক্লা বর্মা | অতিরিক্ত সচিব |
নিধি ছিবার | যুগ্ম সম্পাদক ও অধিগ্রহণ ব্যবস্থাপক (মেরিটাইম সিস্টেমস) |
সতীশ সিং | যুগ্ম সচিব (বিআরও/আনুষ্ঠানিক/প্রশিক্ষণ) |
বিশাল গগন | যুগ্ম সচিব (সমন্বয় ও পরিকল্পনা) ও সিএও |
অস্ত্র আমদানি
এই মন্ত্রক সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্র আমদানির ব্যবস্থা করে থাকে। বিশ্বের সর্ববৃহত্ অস্ত্র আমদানিকারী দেশগুলির মধ্যে শীর্ষে ভারত৷ সারা বিশ্বের মোট অস্ত্রের প্রায় ৯.৫ শতাংশই এখন ভারতের হাতে৷ এমনকী মোট আমদানিকৃত অস্ত্রের ১৩ শতাংশই ভারতের৷ [৪]
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.