পেরুল দক্ষিণ ইউনিয়ন
কুমিল্লা জেলার লালমাই উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পেরুল দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার একটি ইউনিয়ন।
পেরুল দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পেরুল দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৬′২৬″ উত্তর ৯১°৭′৪৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লালমাই উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | perulsouthup |
৬ নং পেরুল দক্ষিণ ইউনিয়নের মোট আয়তন প্রায় ২০.০০ বর্গ কিলোমিটার।
লোকসংখ্যা – ৩৫,০০০ জন (প্রায়) (২০১৮ সালের আদম শুমারি অনুযায়ী)
★পুরুষঃ ১৭,৪০০ ★মহিলাঃ ১৭,৬০০ ★মোট পরিবারঃ ৩৫০০ ★করদাতাঃ ৩২০০ জন
লালমাই উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে পেরুল দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পেরুল উত্তর ইউনিয়ন, পূর্বে বেলঘর উত্তর ইউনিয়ন, দক্ষিণে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে লাকসাম পৌরসভা এবং পশ্চিমে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন ও বাকই ইউনিয়ন অবস্থিত।
পেরুল দক্ষিণ ইউনিয়ন লালমাই উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
এই ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। শতকরা ৯০% লোক শিক্ষিত।
পেরুল দক্ষিন ইউনিয়ন এর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো।
১.গজারিয়া জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা
২.ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা
৩. পেরুল হাই স্কুল
৪. পেরুল আইডিয়েল একাডেমি
৫. উৎসব পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. গজারিয়া ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা
৮. পেরুল হাফেজিয়া মাদ্রাসা
৯. শাকেরা আর.এ. উচ্চ বিদ্যালয়
১০. কনকশ্রী প্রাথমিক স্কুল
১১. কনকশ্রী হাই স্কুল
১২. কনকশ্রী হুজুরের মাদ্রাসা
১৩. শাসন পাড় উচ্চ বিদ্যালয়
১৪. আটিটি বাজার দাখিল মাদ্রাসা
১৫.পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সড়ক পথঃ
নোয়াখালী, লক্ষিপুর সহ আরো কয়েকটি এলাকার এসি/নন এসি বাস যাতায়াত করে। এই ইউনিয়নের মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক আছে। এ ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।
যেমনঃ হরিশ্চর আটিটি সংযোগ সড়ক।
ফয়েজগঞ্জ বরইগাও সংযোগ সড়ক।
ফয়েজগঞ্জ গজারিয়া সংযোগ সড়ক
হরিশ্চর নুরপুর সংযোগ সড়ক। সহ আরো কয়েকটি সংযোগ সড়ক আছে এই ইউনিয়নে।
পেরুল দক্ষিণ ইউনিয়ন এর পাশ দিয়ে ডাকাতিয়া নদী বয়ে গেছে। আরো অনেক খাল দিঘি আছে। এর মাধ্যে একটি হলো পেরুল গ্রাম আর গজারিয়া গ্রামের মাঝে একটি দিঘি। আমরা ওই এলাকা দিঘিরপাড় নামে জানি।
এই ইউনিয়নে কয়েকটি বাজার রয়েছে। যেখানে সকল ধরনের পন্য পাওয়া যায়। কয়েকটি বাজার হল
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি, সহ অনেক ধরনের খেলা হয় আমাদের ইউনিয়নে
এই গ্রামে কয়েকটি ক্লাব আছে তার মধ্যে কয়েকটি ক্লাব হল।
•গজারিয়া উদয়ন ক্লাব
নাম | পদবী | মোবাইল |
---|---|---|
খন্দকার সাইফুল্লাহ | চেয়ারম্যান | ০১৮৩৭০৭৪৮২২ |
মহিন উদ্দিন | সদস্য ১নং ওয়ার্ড | |
ফজলুল কবির | সদস্য ২নং ওয়ার্ড | |
জাহাঙ্গীর আলম মজুমদার | সদস্য ৩নং ওয়ার্ড | |
গোলাম মোস্তফা | সদস্য ৪নং ওয়ার্ড | |
কামাল উদ্দিন | সদস্য ৫নং ওয়ার্ড | |
মো হাবিবুর রহমান | সদস্য ৬নং ওয়ার্ড | |
ছায়েদুর রহমান তিতু | সদস্য ৭নং ওয়ার্ড | |
আব্দুল কাদের | সদস্য ৮নং ওয়ার্ড | |
সাহেব উল্লাহ | সদস্য ৯নং ওয়ার্ড | |
উম্মে ছাল্মাজলি | নারী সদস্য ১ ২ ৩ | |
নুর জাহান | নারী সদস্য ৪ ৫ ৬ | |
নিলুপা বেগম | নারী সদস্য ৭ ৮ ৯ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.