Loading AI tools
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুমিল্লা-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৮নং আসন।
কুমিল্লা-১০ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুমিল্লা জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
কুমিল্লা-১০ আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত।[2]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আ হ ম মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আ হ ম মোস্তফা কামাল | ১,৩৮,০৮৯ | ৫৯.৭ | +২১.৭ | ||
বিএনপি | মোবাশের আলম ভুইয়া | ৮৯,৮২১ | ৩৮.৮ | -১৯.৩ | ||
ইসলামী আন্দোলন | গাজীউল হক মজুমদার | ১,২৯৮ | ০.৬ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | অহিদুর রহমান | ৯৯৯ | ০.৪ | প্র/না | ||
বিএনপি | আব্দুল গফুর ভুইয়া | ৬২৯ | ০.৩ | প্র/না | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | জমিরুল আক্তার | ৫১৭ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৮,২৬৮ | ২০.৯ | +০.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,৩১,৩৫৩ | ৮১.৫ | +১১.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আনওয়ারুল আজিম | ১,০৭,৭৬৯ | ৫৮.১ | +২৩.৫ | ||
আওয়ামী লীগ | তাজুল ইসলাম | ৭০,৪৩৪ | ৩৮.০ | +১.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | গোলাম মোস্তফা কামাল | ৬,৫১৮ | ৩.৫ | প্র/না | ||
জাসদ | মনিরুল আনোয়ার | ৩৮৮ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | এটিএম আলমগীর | ২৫৬ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | ইয়াসিন মিয়া | ১৪৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৩৩৫ | ২০.১ | +১৮.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৫,৫১৩ | ৭০.১ | −২.১ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | তাজুল ইসলাম | ৪৯,২৯৮ | ৩৬.৭ | +৩.৬ | ||
বিএনপি | এটিএম আলমগীর | ৪৬,৪৭৯ | ৩৪.৬ | -১.৪ | ||
স্বতন্ত্র | মকছেদ আলী | ২৩,৬০৫ | ১৭.৬ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | রেজাউল করিম | ১৩,২৮৫ | ৯.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | গোলাম মোস্তফা কামাল | ৭০৮ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | রুহুল আমিন | ৪৮২ | ০.৪ | প্র/না | ||
ন্যাপ (ভাসানী) | মোহাম্মদ লোকমান হোসেন | ৪৭০ | ০.৩ | প্র/না | ||
জাসদ (রব) | মনিরুল আনোয়ার | ১৬৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৮১৯ | ২.১ | −০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৪,৪৯৫ | ৭২.২ | +৩০.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এটিএম আলমগীর | ৩৬,৬৫৮ | ৩৬.০ | |||
আওয়ামী লীগ | খোরশেদ আলম সুরুজ | ৩৩,৭০৯ | ৩৩.১ | |||
জামায়াতে ইসলামী | আব্দুর রব পাটোয়ারী | ১৬,১৫১ | ১৫.৯ | |||
জাতীয় পার্টি | হাবিবুর রহমান মজুমদার | ১২,৮৮৩ | ১২.৭ | |||
জাকের পার্টি | মোক্তার আহমেদ | ৭৯৩ | ০.৮ | |||
ইসলামী ঐক্য জোট | একেএম রুহুল আমিন চৌধুরী | ৫৯১ | ০.৬ | |||
ওয়ার্কার্স পার্টি | সুভাস ভৌমিক | ৫৮৪ | ০.৬ | |||
ন্যাপ (মুজাফফর) | জীন্নাত আলী | ৪৬৯ | ০.৫ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৯৪৯ | ২.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,০১,৮৩৮ | ৪২.০ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.