Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পিপলস ইউনাইটেড সোশ্যালিস্ট ফ্রন্ট ছিল ভারতের পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী জোট, যা ১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গঠিত হয়েছিল। ফ্রন্টটি সমাজতান্ত্রিক দল, ফরওয়ার্ড ব্লক (রুইকার) এবং ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (ঠাকুর) নিয়ে গঠিত হয়েছিল।[1]
২৩৮ টি আসনের মধ্যে ফ্রন্ট ১০৫ আসনে প্রার্থী দিয়েছিল (৬৩ জন এসপি প্রার্থী, ৩২ জন এফবি(আর) এবং ১০ জন আরসিপিআই)। ফ্রন্ট প্রাপ্ত ভোটের ৪.৮৪% লাভ করে, কিন্তু এর মাত্র দুইজন প্রার্থী (দুজনেই রুইকার ফরওয়ার্ড ব্লক থেকে) আসন জিততে সক্ষম হয়।[2]
নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস জিতেছিল, যারা বিধানসভায় নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কমিউনিস্টরা সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয়।
দল | প্রার্থীর সংখ্যা | নির্বাচিত প্রার্থীর সংখ্যা | প্রাপ্ত ভোটের সংখ্যা | % |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৩৬ | ১৫০ | ২৮৮৯৯৯৪ | ৩৮.৮২% |
ভারতের কমিউনিস্ট পার্টি | ৮৬ | ২৮ | ৮০০৯৫১ | ১০.৭৬% |
কিসান মজদুর প্রজা পার্টি | ১২৯ | ১৫ | ৬৬৭৪৪৬ | ৮.৯৭% |
ভারতীয় জনসংঘ | ৮৫ | ৯ | ৪১৫৪৫৮ | ৫.৫৮% |
ফরওয়ার্ড ব্লক (মার্ক্সবাদী গোষ্ঠী) | ৪৮ | ১১ | ৩৯৩৫৯১ | ৫.২৯% |
সোশ্যালিস্ট পার্টি | ৬৩ | ০ | ২১৫৩৮২ | ২.৮৯% |
অখিল ভারতীয় হিন্দু মহাসভা | ৩৩ | ৪ | ১৭৬৭৬২ | ২.৩৭% |
ফরওয়ার্ড ব্লক (রুইকার) | ৩২ | ২ | ১০৭৯০৫ | ১.৪৫% |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ১৬ | ০ | ৬৩১৭৩ | ০.৮৫% |
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি | ১০ | ০ | ৩২৮৯৫ | ০.৪৪% |
ভারতের বলশেভিক পার্টি | ৮ | ০ | ২০১১৭ | ০.২৭% |
অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ | ১৪ | ০ | ৭১০০ | ০.১০% |
নির্দল | ৬১৪ | ১৯ | ১৬৫৩১৬৫ | ২২.২১% |
সর্বমোট: | ১৩৭৪ | ২৩৮ | ৭৪৪৩৯০৩ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.