ভারতের বলশেভিক পার্টি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের বলশেভিক পার্টি (সংক্ষেপে বিপিআই) হল ভারতের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৩৯[২] সালে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়ন আন্দোলনে দলটির একটি নির্দিষ্ট ভূমিকা ছিল এবং ১৯৬৯ সালে রাজ্য সরকারে সংক্ষিপ্তভাবে প্রতিনিধিত্ব করা হয়েছিল। পরবর্তী বছরগুলিতে দলটি ভারতীয় রাজনীতিতে নগণ্য ভূমিকা পালন করেছে।
পটভূমি
১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এবং নীহারেন্দু দত্ত মজুমদারের নেতৃত্বে বেঙ্গল লেবার পার্টিতে বিপিআই এর শিকড় খুঁজে পায়।[২][৩] বেঙ্গল লেবার পার্টির বিশিষ্ট নেতাদের মধ্যে ছিলেন শিশির রায়, সুধা রায়, বিশ্বনাথ দুবে, কমল সরকার, নন্দলাল বোস এবং প্রমোদ সেন।[৪]
১৯৩০ সাল পর্যন্ত বেঙ্গল লেবার পার্টি বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিল, যেমন
- কলকাতা বন্দর ও ডক শ্রমিক ইউনিয়ন
- টিটাগড়, ব্যারাকপুর, জগৎদল, নৈহাটি, হাজীনগর, কাঁকিনাড়া, শ্যামনগর, গৌরীপুর ইত্যাদিতে জুট মিল শ্রমিকদের বিভিন্ন ইউনিয়ন।
- অল বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন, এন্টালি
- মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন, গার্ডেন রিচ
- অল বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন
- ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন, লিলুয়া
- স্যাক্সবি এবং ফার্মার কোম্পানি ওয়ার্কার্স ইউনিয়ন
- বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন
- হুকুমচাঁদ লোহা ও ইস্পাত শ্রমিক, বালিগঞ্জ
- পাখি ও কোম্পানি শ্রমিক ইউনিয়ন
- নৌ পরিবহন শ্রমিক ইউনিয়ন
- স্ক্যাভেঞ্জারস ইউনিয়ন[৪]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.