Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পারসিক ( ফার্সি: فارسی زبانان ) হলো একটি ইরানীয় নৃগোষ্ঠী, যারা ইরানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি।[২][৩] তারা একটি সাধারণ সাংস্কৃতিকব্যবস্থা ভাগাভাগি করে। তারা ফার্সি ও এর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত ভাষাসমূহের স্থানীয় বক্তা।[৪][৫][৬][৭]
فارسیزبانان پارسیزبانان | |
---|---|
মোট জনসংখ্যা | |
আনু. ৫২.৫ মিলিয়ন[১] | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
ইরান | ৪৯,৩১২,৮৩৪ (মোট জনসংখ্যার ৬১–৬৫%)[২][৩] |
আফগানিস্তান | ৯,৪৫০,০০০–১১,৫৫০,০০০ (২০১৪) |
তাজিকিস্তান | ৬,৭৮৭,০০০ (২০১৪) |
উজবেকিস্তান | ১,৪২০,০০০ (২০১২) |
ভাষা | |
ফার্সি ও এর নিকটাত্মীয় ভাষাভাসমূহ | |
ধর্ম | |
শিয়া ইসলাম (প্রধানত), সুন্নি ইসলাম, জরথুস্ত্রবাদ, খ্রিস্টধর্ম, ইহুদিধর্ম, বাহাই ধর্ম, অজ্ঞেয়বাদ ও ধর্মহীনতা | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
অন্যান্য ইরানি জাতিসমূহ |
প্রাচীন পারসিকরা ছিল মূলত একটি প্রাচীন ইরানি জাতি যারা খ্রিস্টপূর্ব নবম শতাব্দীর মধ্যে ইরানের পার্সিস অঞ্চলে, অধুনা দক্ষিণ-পশ্চিম ইরানের ফর্স প্রদেশ, প্রব্রজন করেছিল।[৮] তাদের স্বদেশী মিত্রদের সাথে একত্রিত হয়ে তারা বিশ্বের কয়েকটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা ও শাসন করেছিল,[৯] যেগুলো প্রাচীন বিশ্বের বেশিরভাগ অঞ্চল এবং জনসংখ্যা সমেত তাদের বিশাল সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক প্রভাবের জন্য সুপরিচিত ছিল।[১০][১১][১২] ইতিহাস জুড়ে পারসিকরা শিল্প ও বিজ্ঞানে ব্যাপক অবদান রেখেছিল। ফার্সি সাহিত্য হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যধারা।
সমসাময়িক পরিভাষায় পারসিক ঐতিহ্যের স্থানীয় লোকেদের, বিশেষ করে বর্তমান আফগানিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের লোকেদের, তাজিক হিসাবে চিহ্নিত করা হয়, অন্যদিকে ককেশাসের লোকেদের (মূলত বর্তমান আজারবাইজান প্রজাতন্ত্র এবং রুশ দাগেস্তান প্রজাতন্ত্র) তাত হিসাবে চিহ্নিত করা হয়।[১৩][১৪] তবে ঐতিহাসিকভাবে তাজিক ও তাত শব্দগুলি পারসিকের সমার্থক এবং বিনিময়যোগ্য শব্দ হিসাবে ব্যবহৃত হত।[১৩] বহু প্রভাবশালী পারসিক ব্যক্তিত্ব ইরানের বর্তমান সীমান্তের বাইরে মধ্য এশিয়া এবং আফগানিস্তানের উত্তর-পূর্ব এবং ককেশাসের উত্তর-পশ্চিমের লোক ছিলেন।[১৫][১৬] ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে, বিশেষত ইংরেজি ভাষায়, “পারসিক জাতিকে” জাতিগত পটভূমি নির্বিশেষে প্রাচীন পারসিক প্রশাসনিক ব্যবস্থার সমস্ত বিষয়কে ধারণ করার জন্য আরও আলগাভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.