পাঞ্জাব, ভারত

ভারতের একটি রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পাঞ্জাব, ভারতmap

পাঞ্জাব (গুরুমুখী: ਪੰਜਾਬ; পাঞ্জাবি: [pənˈdʒɑːb] ) উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যেটি পাঞ্জাব অঞ্চলের বৃহত্তর অংশ গঠন করেছে। উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে হরিয়ানা, দক্ষিণ-পশ্চিমে রাজস্থান, এবং পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব ভারতের, পাঞ্জাবের সীমা নির্ধারণ করেছে। রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে অবস্থিত। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী রাজ্য হরিয়ানারও রাজধানী।

দ্রুত তথ্য পাঞ্জাব ਪੰਜਾਬ, রাষ্ট্র ...
পাঞ্জাব
ਪੰਜਾਬ
ভারতের রাজ্য
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
Thumb
উপর থেকে ডানদিকে: হরমন্দির সাহিব; দেবী তালাব মন্দির, জলন্ধর; খালসা কলেজ, অমৃতসর; কিলা মোবারক; জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধ; ফতেহ বুর্জ; বিরাসাত-ই-খালসা
ডাকনাম: পঞ্চ নদের ভূমি
(ফার্সি: পাঞ্জ=পাঁচ; আব=পানি)
Thumb
ভারতে পাঞ্জাবের অবস্থান
Thumb
পাঞ্জাবের মানচিত্র
স্থানাঙ্ক (চন্ডিগড়): ৩০.৭৯° উত্তর ৭৬.৭৮° পূর্ব / 30.79; 76.78
রাষ্ট্রভারত
প্রতিষ্ঠিত১৫ আগস্ট ১৯৪৭ (1947-08-15)
 নভেম্বর ১৯৬৬ (1966-11-01) (পুনর্গঠিত)
ইতিহাস
সারসংক্ষেপ
  • ২ এপ্রি ১৮৪৯ : পাঞ্জাব প্রদেশ
  • ১৪ আগ ১৯৪৭ : পশ্চিমপূর্বে পাঞ্জাব বিভাগ
  • ২৬ জানু ১৯৫০ : পুনঃনামকরণ পাঞ্জাব
  • ১ নভ ১৯৫৬ : PEPSU merged into Punjab
  • ১ নভ ১৯৫৬ : হিন্দিভাষাভাষি মানুষদের নিয়ে গঠিত হয়েছে হরিয়ানা রাজ্য। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডগড় পাঞ্জাবহরিয়ানা দুই রাজ্যেরই রাজধানী। পূর্ববর্তী PEPSU-এর কিছু অংশ হিমাচল প্রদেশেও যুক্ত হয়েছে।
রাজধানীচণ্ডীগড়
বৃহত্তম শহরলুধিয়ানা
জেলা
তালিকা
  • ২২
সরকার
  গভর্নরভি পি সিং বাদনরে
  মুখ্য মন্ত্রীভগবত মানন( আম আদমী পার্টি)
  আইনসভাএককক্ষবিশিষ্ট (১১৭ আসন)
  সংসদীয় আসন১৩
  হাইকোর্টপাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট
আয়তন
  মোট৫০,৩৬২ বর্গকিমি (১৯,৪৪৫ বর্গমাইল)
এলাকার ক্রম১৯তম
জনসংখ্যা (২০১১)[১]
  মোট২,৭৭,০৪,২৩৬
  জনঘনত্ব৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-PB
এইচডিআই ০.৬৭৯ (মধ্য)
HDI rank৯ম (২০০৫)
সাক্ষরতা৭৬.৬৮%
দাপ্তরিক ভাষাপাঞ্জাবি
ওয়েবসাইটPunjab Govt
^† হরিয়ানা সাথে যৌথ রাজধানী
প্রতীক of পাঞ্জাব
প্রতীকLion Capital of Ashoka with Wheat stem (above) and Crossed Swords (below)
ভাষাপাঞ্জাবি
নৃত্যভাংড়া
প্রাণীব্ল্যাক বাক
পাখিBaaz[২]
বৃক্ষTahli
ক্রীড়াKabaddi (Circle Style)
বন্ধ

১৯৪৭ সালে ভারত বিভাজনের পরে, ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করা হয়। ১৯৬৬ সালে নতুন রাষ্ট্র গঠনের সঙ্গে ভারতীয় পাঞ্জাব বর্তমান পাঞ্জাব রাজ্য, পাশাপাশি দুটি নতুন রাজ্য হরিয়ানা ও হিমাচল প্রদেশে বিভক্ত হয়েছিল।

প্রশাসনিক উপবিভাগ

পাঞ্জাব রাজ্যে ২২টি জেলা আছে যেগুলি মহকুমা,তহশীল এবং ব্লকে বিভক্ত করা হয়েছে।

ফাজিলকা এবং পাঠানকোট ২০১৩ সালে গঠন হবার পর জেলার মোট সংখ্যা ২২।

বিভাগ: পাঞ্জাবে মোট পাঁচটি বিভাগ হল পাতিয়ালা, রূপনগর, জলন্ধর, ফরিদকোট এবং ফিরোজপুর

তহশীল : ৮২টি (২০১৫ সালে)

উপ তহশীল : ৮৭টি

মৌর ভাটিন্ডা জেলার সর্বশেষ তহশীল। মোহালি জেলাতে জিরাকপুর সর্বশেষ উপ-তহশীল।

পাঞ্জাব রাজ্যের রাজধানী চণ্ডীগড়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি হরিয়ানা, রাজ্যেরও রাজধানী। ভারতীয় পাঞ্জাবে ২২টি শহর এবং ১৫৭টি শহরাঞ্চল আছে।

অর্থনীতি

পাঞ্জাব কৃষি ক্ষেত্রে অন্যতম অগ্রসর একটি রাজ্য। ২০১৫-১৬ সালের হিসেব অনুযায়ী চাল উৎপাদনে এই রাজ্য ভারতে ৩য় । প্রায় ১১.৮২ মিলিয়ন টন চাল উৎপাদন হয় যা ফিলিপিনের মোট উৎপাদনের সমতুল্য । [৩]

জনবসতি

মুখ্য শহরগুলি হল

  1. লুধিয়ানা
  2. অমৃতসর
  3. জলন্ধর
  4. পাতিয়ালা
  5. ভাটিণ্ডা
  6. এস এ এস (মোহালি)

শিক্ষা প্রতিষ্ঠান

রাজ্যের জলন্ধর-এ একটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান রয়েছে।

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.