Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাকিস্তান জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এবং ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাশাপাশি অন্য যেকোনো অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করে। দলটি পাকিস্তান ফুটবল ফেডারেশনের অধীনে পরিচালিত হয়।
ডাকনাম | সবুজ শার্ট, পাক শাহিন | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | পাকিস্তান ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | সাফ (দক্ষিণ এশিয়া) | ||
প্রধান কোচ | শাদাব ইফতিখার | ||
অধিনায়ক | মুহাম্মদ সাদ্দাম | ||
মাঠ | পাঞ্জাব স্টেডিয়াম | ||
ফিফা কোড | PAK | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
হংকং ২–১ পাকিস্তান (ব্যাংকক, থাইল্যান্ড; ১৬ এপ্রিল ১৯৬২) | |||
বৃহত্তম জয় | |||
পাকিস্তান ৪–০ সিঙ্গাপুর (ব্যাংকক, থাইল্যান্ড; ১৮ এপ্রিল ১৯৬২) | |||
বৃহত্তম পরাজয় | |||
ইরান ১৪–০ পাকিস্তান (তেহরান, ইরান; ৬ নভেম্বর ২০০৭) | |||
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ০ | ||
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (১৯৬২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব : (১৯৬২, ১৯৭৩, ২০০০) | ||
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১ (২০২৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার্স-আপ (২০২৩) | ||
পদকের তথ্য |
দলটি আগের তিনবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং এখনও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। দলটি প্রথমে ২০২৩ সংস্করণে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
আয়োজক/বছর | ফলাফল | অবস্থান | খেলা | জয় | ড্র* | পরাজয় | গোল পক্ষে | গোল বিপক্ষে |
১৯৭৭
থেকে ২০০৫ |
যোগ্যতা অর্জন করেনি | |||||||
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
২০০৭
থেকে ২০২৩ |
যোগ্যতা অর্জন করেনি | |||||||
২০২৫ | নির্ধারিত হতে হবে | |||||||
মোট | ০/২৪ | – | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
আয়োজক/বছর | ফলাফল | অবস্থান | খেলা | জয় | ড্র* | পরাজয় | গোল পক্ষে | গোল বিপক্ষে |
১৯৫৯ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯৬২ | গ্রুপ পর্ব | ৫ম | ৪ | ২ | ০ | ২ | ৯ | ৮ |
১৯৬৩ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯৭৩ | গ্রুপ পর্ব | ১৪তম | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১২ |
১৯৭৪ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯৮০ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
১৯৯৪ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯৯৬ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
১৯৯৮ | ||||||||
২০০০ | গ্রুপ পর্ব | ৭ম | ৪ | ১ | ০ | ৩ | ২ | ১৫ |
২০০২ | যোগ্যতা অর্জন করেনি | |||||||
২০১৪ | অংশগ্রহণ করেনি | |||||||
মোট | ৩/৪১ | – | ১১ | ৩ | ০ | ৮ | ১২ | ৩৫ |
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
আয়োজক/বছর | ফলাফল | অবস্থান | খেলা | জয় | ড্র* | পরাজয় | গোল পক্ষে | গোল বিপক্ষে |
২০১৫
থেকে ২০২২ |
অংশগ্রহণ করেনি | |||||||
২০২৩ | রানার্স-আপ | ২/৬ | ৪ | ১ | ২ | ১ | ২ | ৪ |
মোট | রানার্স-আপ | ২য় | ৪ | ১ | ২ | ১ | ২ | ৪ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.