পাঁশকুড়া

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পাঁশকুড়াmap

পাঁশকুড়া শহর ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার পাঁশকুড়া সমষ্টি উন্নয়ন কেন্দ্রের সদর ও পৌরসভা৷ এটি কংসাবতী নদীর তীরে অবস্থিত, স্থানীয়ভাবে এটি কাঁসাই নদী নামে পরিচিত৷

দ্রুত তথ্য পাঁশকুড়া, রাষ্ট্র ...
পাঁশকুড়া
শহর
Thumb
পাঁশকুড়ার নিকট ক্ষীরাইয়ের ফুল উপত্যকা
Thumb
পাঁশকুড়া
Thumb
পাঁশকুড়া
পাঁশকুড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২.৪১৭° উত্তর ৮৭.৭০০° পূর্ব / 22.417; 87.700
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব মেদিনীপুর
সরকার
  ধরনপুরসভা
  শাসক
  • পাঁশকুড়া পুরসভা
  • হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ
আয়তন[]
  মোট১৭.০৪ বর্গকিমি (৬.৫৮ বর্গমাইল)
উচ্চতা মিটার (২৩ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৫৭,৯৩২
  জনঘনত্ব৩,৪০০/বর্গকিমি (৮,৮০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিকবাংলা
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭২১১৩৯
টেলিফোন কোড০৩২২৮
লোকসভা নির্বাচন কেন্দ্রঘাটাল
বিধানসভা নির্বাচন কেন্দ্রপাঁশকুড়া পশ্চিম
গ্রীষ্মকালীন গড় উষ্ণতা৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট)
শীতকালীন গড় উষ্ণতা৯ ডিগ্রি সেলসিয়াস (৪৮ ডিগ্রি ফারেনহাইট)
ওয়েবসাইটpanskuramunicipality.org purbamedinipur.gov.in
বন্ধ

নামকরণের ইতিহাস

পাঁশকুড়া নামের একাধিক মতবাদ রয়েছে৷ কাশীজোড়া পরগনার রাজা তার দীক্ষার সময় কালে দীক্ষা দানকারী নিত্যানন্দ চক্রবর্তীকে কিছু জমি দান করেন৷ মানিকরাম গঙ্গোপাধ্যায়ের শীতলামঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে 'পঞ্চকুড়্যা জমি দিল কর্য ব্রহ্মোত্তর'৷ পঞ্চ অর্থ পাঁচ, কুড়্যা অর্থ নদী উপত্যকার বসতি অঞ্চল৷ এই পঞ্চকুড়্যা বা পাঁচকুড়্যা থেকেই পাঁশকুড়া নামটি এসে থাকতে পারে৷[] দ্বিতীয় মতবাদ অনুযায়ী ব্রিটিশরা উলুবেড়িয়া থেকে মোহনপুর যাবার জন্য মেদিনীপুর খাল খনন করার সময় তাঁরা কংসাবতীর নিকট এসে ছাই বা পাঁশ ফেলে এগান থেকে জ্বালানি বা কুড়া সংগ্রহ করে নিয়ে যেতেন৷ ১৮৬৪ খ্রিস্টাব্দে সদরঘাটের নিকট পাঁচকুড়া স্কুল নামে পরিচিত বিদ্যালয়টি বর্তমানে পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল নামে পরিচিত৷ আরো একটি মতবাদ রয়েছে পাঁশকুড়া নামটি এসেছে পশংগড়া থেকে৷ অতীতে জলসেচের সুবিধার্থে মেদিনীপুর খালের এই এলাকায় লকগেট বা পশং তৈরি করা হয় ও লকগেট সংলগ্ন স্থানকে বলা হত পশংগড়া।

Thumb
পাঁশকুড়া জংশন রেল স্টেশন

ভূগোল

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার নগর ও শহর
M: পুরসভা, CT: জনগণনা নগর, R: গ্রামীণ কেন্দ্র, H: হাসপাতাল/ ধর্মীয় স্থল
মানচিত্র বৃহত্তর করে পূর্ণ পর্দা করলে মূল স্থানের সামান্য বিচ্যুতি থাকতে পারে, ইহা নিতান্তই স্কেল অনুযায়ী প্রতীকী

অবস্থান

পাঁশকুড়ার অবস্থান ২২.৪২° উত্তর ৮৭.৭° পূর্ব / 22.42; 87.7 স্থানাঙ্কে৷[] এর গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭ মিটার বা ২৬ ফুট উঁচুতে৷ কলকাতা থেকে চেন্নাইগামী ১৬ নং জাতীয় সড়কের কলকাতা-খড়্গপুর অংশের মাঝামাঝি রয়েছে পাঁশকুড়া৷ এখান থেকে উত্তরে বিস্তৃত রয়েছে ১১৬ এ নং জাতীয় সড়ক।

নগরায়ন

২০০১ খ্রিস্টাব্দে তমলুক সদর মহকুমার নগরীয় জনসংখ্যা মোট জনসংখ্যার ৫.৯২ শতাংশ, যা ২০১১ খ্রিস্টাব্দে বৃৃৃৃদ্ধি পেয়ে ১২.১৫ শতাংশ হয়েছে৷[]

জনসংখ্যার উপাত্ত

আরও তথ্য ধর্মভিত্তিক জনগণনা-২০১১ ...
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৫৬.৩৯%
মুসলিম
 
৪৩.৪৪%
খ্রিষ্টান
 
০.০৫%
শিখ
 
০.০২%
বৌদ্ধ
 
০.০১%
জৈন
 
০.০১%
অন্যান্য
 
০.০০%
অবিবৃত
 
০.০৯%
বন্ধ

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] পাঁশকুড়ার মোট জনসংখ্যা ৫৭,৯৩২ জন, যেখানে ২৯,৭৪০ জন পুরু ও ২৮,১৯২ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৪৮ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ১১,৭৪৩ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৬,৯৪৩, যা মোট জনসংখ্যার ১১.৯৮ শতাংশ৷ পাঁশকুড়ার মোট সাক্ষরতার হার ৮৪.৯৭ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৯.৯১ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৯.৭৭ শতাংশ৷[]

পুলিশ স্টেশন

পাঁশকুড়া পুলিশ স্টেশন পাঁশকুড়া ব্লক সহ পাঁশকুড়া পুরসভার ন্যায়বিচারের দায়িত্বে রয়েছে৷ এর ক্ষেত্রফল প্রায় ২৮৫ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ৷[][১০]

Thumb
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল

বিশেষ রান্না

পাঁশকুড়ার চপ বা পাঁশকুড়ার আলুর চপ একটি বিখ্যাত জল খাবারের পদ৷[১১]

শিক্ষা প্রতিষ্ঠান

  • পাঁশকুড়া বনমালী কলেজ
  • পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল
  • পাঁশকুড়া গান্ধী বিদ্যাপীঠ
  • পাঁশকুড়া বালিকা বিদ্যালয়
  • মেচগ্রাম পূরাণচন্দ্র বালিকা বিদ্যায়তন
  • বিবেকিনন্দ মিশন হাইস্কুল
  • প্রতাপপুর উচ্চ বিদ্যালয়
  • জামিয়া ইসলামিয়া মজহিরুল উলুম মাদ্রাসা
  • সূরা মহামায়া গার্লস হাই স্কুল

মন্দির

  • ভবতারিণী শ্মশানপীঠ কালী মন্দির
  • বেগুনবাড়ি কালী মন্দির

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.