নির্মল চন্দ বীজ ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ভারতের ২০তম সেনাপ্রধান হিসেবে ১ জানুয়ারী ২০০৩ থেকে ৩১ জানুয়ারী ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।[1][2]

দ্রুত তথ্য জেনারেলনির্মল চন্দ বীজ পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, জন্ম ...
জেনারেল

নির্মল চন্দ বীজ

পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম
Thumb
জন্মজানুয়ারী ৩, ১৯৪৩
জম্মু
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৬২-২০০৫
পদমর্যাদা জেনারেল
নেতৃত্বসমূহ সাউদার্ন কমান্ড
৪ কোর
১ কোর
পুরস্কারপরম বিশিষ্ট সেবা মেডেল
উত্তম যুদ্ধ সেবা মেডেল
অতি বিশিষ্ট সেবা মেডেল
বন্ধ

সামরিক জীবন

বীজ ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।[3] তার জন্ম হয় জম্মুতে (ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে)। তিনি ১৯৫৯ সালে ১৬ বছর বয়সে ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে যোগদান করেন এবং প্রায় চার বছর পর ১৯৬২ সালের ১১ ডিসেম্বর কমিশন পান। তার কমিশনের ইউনিট ছিলো দগড়া রেজিমেন্ট। কমিশন পাবার সাথে সাথেই তাকে চীন-ভারত যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছিলো। তিনি ৪ কোরের কমান্ডার, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার, সেনাবাহিনী সদরদপ্তরে সামরিক অভিযান পরিদপ্তরের পরিচালক (কর্নেল) এবং ব্রিগেডিয়ার হিসেবে সেনাবাহিনী সদরদপ্তরে পরিপ্রেক্ষিত পরিকল্পনা (কৌশলগত পরিকল্পনা) পরিদপ্তরের উপমহাপরিচালক পদে কাজ করেন।[2][4]

কার্গিল যুদ্ধ (১৯৯৯) চলাকালে নির্মল সেনা সদরে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.