রেডিফ.কম হল একটি ভারতীয় সংবাদ, তথ্য, বিনোদন ও ক্রয়-বিক্রয়ের ওয়েব পোর্টাল। এটি ১৯৯৬ সালে চালু হয়।[3][4] এর সদর দফতর মুম্বইয়ে অবস্থিত, এবং বেঙ্গালুরু, নয়াদিল্লি ও নিউ ইয়র্ক সিটিতে এর শাখা অফিস রয়েছে।[5]
ব্যবসার প্রকার | সরকারি মালিকানাধীন |
---|---|
সাইটের প্রকার | Web portal |
উপলব্ধ | ইংরেজি |
প্রতিষ্ঠা | ১৯৯৬ |
সদরদপ্তর | মুম্বই, ভারত |
প্রধান ব্যক্তি | অজিত বলকৃষ্ণন, চেয়ারম্যান ও সিইও |
শিল্প | ইন্টারনেট সেবা |
আয় | ₹৭৩০ মিলিয়ন (২০১৬)[1] |
নিট আয় | ₹৬৫৩ মিলিয়ন (২০১৬) |
কর্মচারী | ৩১৬ (ডিসেম্বর ২০০৯) |
ওয়েবসাইট | rediff.com |
অ্যালেক্সা অবস্থান | ৫৪০ (৩১ আগস্ট ২০১৯[হালনাগাদ])[2] |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ৮ ফেব্রুয়ারি ১৯৯৭ |
ইতিহাস
১৯৯৬ সালে Rediff.com ডোমেইন নামটি রেজিস্টার করা হয়।[6] শুরুর দিকের এর পণ্যসমূহ ছিল ইমেইল সেবা রেডিফমেইল, এবং ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ ব্রিক্রয়ের অনলাইন মার্কেট রেডিফ শপিং।
২০০১ সালের এপ্রিলে রেডিফ.কম ইন্ডিয়া অ্যাব্রড সংবাদপত্রটি অধিগ্রহণ করে।[7] ২০০৭ সালে একটি মাল্টিমিডিয়া প্লাটফর্ম রেডিফ আইশেয়ার প্রকাশিত হয়। ২০১০ সালে মোবাইল প্লাটফর্মের জন্য ইমেইল সেবা প্রদানের লক্ষ্যে রেডিফমেইল এনজি চালু করে।[8] ২০১২ সালে রেডিফ নিউজের জন্য রেডিফ এর অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করে।[9]
২০১৬ সালের এপ্রিলে অতিরিক্ত ব্যয়ের কারণে কোম্পানিটি ন্যাসড্যাক শেয়ার বাজার থেকে তালিকাভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।[10]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.