নাসিরুদ্দিন শাহ্
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাসিরুদ্দিন শাহ্ (জন্ম: ২০শে জুলাই, ১৯৫০) হলেন একজন ভারতীয় অভিনেতা। মূলধারার হিন্দি চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম, দু'ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত সফল একজন অভিনেতা। শাহ্ তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে একটি ভল্পি কাপ লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।[১]
নাসিরুদ্দিন শাহ | |
---|---|
![]() ২০১৩ সালে নাসিরুদ্দিন শাহ | |
জন্ম | নাসিরুদ্দিন শাহ ২০ জুলাই ১৯৫০ বরাবাঁকির, উত্তর প্রদেশ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, পরিবেশবিদ |
কর্মজীবন | ১৯৭২–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | মানারা সিকরী (মৃত) রত্না পাঠক শাহ (১৯৮২–বর্তমান) |
সন্তান | হেবা শাহ ইমাদ শাহ বিবান শাহ |
আত্মীয় | জামিরুদ-দিন-শাহ (ভাই) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
প্রারম্ভিক জীবন
নাসিরুদ্দিন শাহ ১৯৫০ সালের ২০শে জুলাই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরাবাঁকিতে এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলে মোহাম্মাদ শাহ ও মাতা ফাররুখ সুলতান। তিনি ১৯শ শতাব্দীর সাইয়ীদ আফগান যোদ্ধা জান-ফিশান খান (সাইয়ীদ মুহাম্মদ শাহ) এর বংশধর। নাসিরুদ্দিনের বড় ভাই লেফটেন্যান্ট জেনারেল জামিরুদ-দিন শাহ (অব.) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার পুত্র মোহাম্মদ আলী শাহ একজন অভিনেতা।
তিনি নৈনিতালের সেন্ট আন্সেলম্স আজমের ও সেন্ট জোসেফ্স কলেজে পড়াশুনা করেন। তিনি ১৯৭১ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।
পুরস্কার ও সম্মাননা
ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী ও ২০০৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে। এছাড়া তার গৃহীত চলচ্চিত্র বিষয়ক পুরস্কার ও মনোনয়ন তালিকা নিচে দেওয়া হল।
বছর | পুরস্কারের বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
১৯৭৯ | শ্রেষ্ঠ অভিনেতা | স্পর্শ | বিজয়ী |
১৯৮৪ | শ্রেষ্ঠ অভিনেতা | পার | বিজয়ী |
২০০৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ইকবাল | বিজয়ী |
১৯৮৪ | শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভল্পি কাপ | পার | বিজয়ী |
চলচ্চিত্র তালিকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.