নান্দাইল দিঘী
বাংলাদেশের জলাশয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার অবস্থিত একটি ঐতিহাসিক দিঘী। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘী।[১]
![]() | এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
অবস্থান
দিঘীটি জয়পুরহাট শহর থেকে ১৯ কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত।
পরিচয়
এক সময় এই দীঘি চারপাশে ঘন বন ও উচুঁ নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে। এর দৈর্ঘ্যে প্রায় ১ কি.মি. এবং ৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত। দিঘীটির আয়তন ৫৯.৪০ একর । শীত কালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে বর্তমানে দিঘীটি দর্শনিয় স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দিঘীটির পাড়ে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে।
ইতিহাস
কথিত আছে মৌর্য্য বংশের সম্রাট নন্দলাল ১৬১০ সালে এই ঐতিহাসিক নান্দাইল দিঘীটি খনন করেন। শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুন অসুবিধার কথা চিন্তা করে এই দীঘিটি খনন করা হয়। স্থানীয় জনগণের মতে দিঘীটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.