Loading AI tools
কালাই উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
কালাই | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে কালাই উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৩′৩৩″ উত্তর ৮৯°১০′৪৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
আসন | জয়পুরহাট-২ |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | মোঃ মিনফুজুর রহমান মিলন ( বাংলাদেশ আওয়ামী লীগ ) |
আয়তন | |
• মোট | ১৬৬.৩ বর্গকিমি (৬৪.২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,২৯,৩২৯ |
• জনঘনত্ব | ৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৩৮ ৫৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা,দক্ষিণে ক্ষেতলাল উপজেলা ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পূর্বে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলা ও ক্ষেতলাল উপজেলা।
১৯৮৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা হতে মাত্রাই, কালাই (বর্তমানে আহম্মেদাবাদ), উদয়পুর, জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে।
এ অঞ্চলের মূল ভাষা বাংলা, তাছাড়া উপজাতিদের নিজস্ব ভাষা ব্যবহার করতে দেখা যায়। এখানে ১৫টি হাটবাজার রয়েছে ও বছরে তিনবার মেলা হয়ে থাকে। তার মধ্যে কালাই হাট, মোলামগাড়ি হাট, পুনট হাট ও হারুঞ্জা হাট এবং কালাই মেলা, পুনট মেলা ও মোলামগাড়ি মেলা উল্লেখযোগ্য।
এই উপজেলায় ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে;[২] এগুলো হলোঃ
এই উপজেলার বর্তমান জনসংখ্যা ১,২৯,৩২৯ জন; তার মধ্যে পুরুষ ৬৫,৪৩১ জন এবং মহিলা ৬৩,৮৯৮ জন। মুসলিম রয়েছেন ১,২৩,৪৯০ জন, হিন্দু রয়েছে ৫,৫৪৮ জন, বৌদ্ধ ৪১ এবং অন্যান্য ২৫০ জন। তাছাড়া সাঁওতাল, বুনো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ উপজেলায়।
এই উপজেলায় একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
এই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ
এই উপজেলার প্রধান রপ্তানি দ্রব্য আলু, ধান, সরিষা।
এছাড়াও সবজির মধ্যে বেগুন, পটল, মরিচ, করলা, লাউ, প্রচুর পরিমাণে জন্মে। বিগত কয়েক বছর থেকে বড়ই, ড্রাগন ফল চায় বাড়ছে।
এই উপজেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি।
কালাই থানার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কটি এই উপজেলার উপর দিয়ে গিয়েছে।
এছাড়াও ঢাকা থেকে রেল যোগে জয়পুরহাট রেল স্টেশন এবং এই স্টেশন থেকে কালাই জেলার দূরত্ব প্রায় 21 কিলোমিটার।
এখান থেকে বাস অথবা স্থানীয় যানবাহন যেমন সিএনজি, অটো - রিক্সা, ইজি বাইক, যোগে সরাসরি এ উপজেলায় যাওয়া যায়।
এই উপজেলার সবগুলো ওয়ার্ড এবং ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন রয়েছে। তবে, মাত্র ২৭.৬১% পরিবার বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.