Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নওয়াজুদ্দীন সিদ্দিকী (হিন্দি: नवाज़ुद्दीन सिद्दीकी; জন্ম ১৯ মে ১৯৭৪) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। সিদ্দিকী ভারতীয় কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে; ব্ল্যাক ফ্রাইডে (২০০৪), নিউ ইয়র্ক (২০০৯), পিপলি লাইভ (২০১০), কাহানি (২০১২), গ্যাংস অব ওয়াসিপুর (২০১২), গ্যাংস অব ওয়াসিপুর - ২য় পর্ব (২০১২), মানঝি (২০১৩), তালাশ (২০১২), বদলাপুর (২০১৫) এবং বজরঙ্গি ভাইজান (২০১৫)।[4][5] তিনি অসাধারণ অভিনয় শৈলীর সুবাদে তিনবার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য লাঞ্চবক্স চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি একবার করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার ও জি সিনে পুরস্কার লাভ করেন।[6][7]
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি দুটি এমি পুরস্কার মনোনীত ধারাবাহিকে অভিনয় করেন, তন্মধ্যে একটি হল নেটফ্লিক্সের মৌলিক ধারাবাহিক স্যাক্রেড গেমস এবং জেমস ওয়াটকিন পরিচালিত ম্যাকমাফিয়া।
নওয়াজুদ্দিন সিদ্দিকী উত্তর প্রদেশের ছোট গ্রাম বুধানায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[8][9][10] সিদ্দিকী নয় ভাইবোনের মধ্যে থেকে বেড়ে ওঠেন; এদের মধ্যে থেকে সাত ভাই এবং দুই বোন রয়েছে।[11] [12]
নওয়াজুদ্দিন ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে যারি রোডে তার ছোট ভাই সামাশ নবাব সিদ্দীকির সাথে বসবাস করেন। সামাস বর্তমানে পরিচালক হিসেবে কাজ করছেন। নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী অঞ্জনা কিশোর পাণ্ডে, তাঁদের ঘরে আছে এক মেয়ে শোরা সিদ্দিকী ও এক ছেলে ইয়ানি সিদ্দিকী।[13]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
১৯৯৯ | শূল | ওয়েটার ইন রেস্টুরেন্ট টাইম : ৩৫:০০ | |
১৯৯৯ | সরফরোশ | ক্রিমিনাল ১(ক্রিডিটেড)/ ভিক্টোরিয়া বাড়িতে অভিযান চালানোর মাধ্যমে গ্রেফতার | |
২০০৩ | মুন্না ভাই এম.বি.বি.এস. | পিকপকেটার | |
দ্যা বাইপাস | বন্ডিত | ||
২০০৪ | ব্ল্যাক ফ্রাইডে | আসগার মুকাদাম | |
২০০৭ | ইক চালিশ কি লাস্ট লোকাল | পন্নাপার ভাই | |
২০০৭ | আজা নাচলে | ||
২০০৮ | ব্ল্যাক এন্ড হোয়াইট | ||
২০০৯ | ফিরাক | হানিফ | |
২০০৯ | নিউ ইয়র্ক | জিলগাই | |
২০০৯ | দেব.ডি | "ইমোশনাল অত্যাচার" গানে ক্যামিও উপস্থিতি | |
২০১০ | পিপলি লাইভ | রাকেশ কাপুর | |
২০১১ | দেখ ইন্ডিয়ান সার্কাস | জিথু | জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিশেষ জুরি পুরস্কার / বিশেষ উল্লেখ (ফিচার ফিল্ম) (এছাড়াও তালাশ, গ্যাংস অব ওয়েসিপুর ও কাহানি) |
২০১২ | কাহানি | আইবি অফিসার মি. খান | |
পান সিং তমার | গোপী | ||
গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ | ফয়জল খান | লায়ন'স ফেবারিট অভিনেতা | |
গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ২ | ফয়জল খান | লায়ন'স ফেবারিট অভিনেতা | |
চিটাগং | নির্মল সেন | ||
তালাশ | তৈমুর | সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে এশিয়ান চলচ্চিত্র পুরস্কার | |
পটং | চক্কু | ||
মিস লাভলি | সনু দুগল | ||
২০১৩ | আত্মা[14][15] | অভয় | |
বম্বে টকিজ | পুরন্দর | ||
শর্টস[16] | |||
লায়ার'স ডাইস | নওয়াজউদ্দীন | ||
মুনসুন শুটআউট | শিভা | ||
দ্যা লাঞ্চবক্স | শাইখ | সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার | |
আনোয়ার কা আজব কিস্যা[17] | আনোয়ার | ||
২০১৪ | কিক | শিব গজরা | |
মিয়াঁ কাল আনা | প্রযোজক[18] | ||
২০১৫ | বদলাপুর | লিয়ক | |
বজরঙ্গি ভাইজান | চাঁদ নবাব | ||
মানঝি - দ্য মাউন্টেন ম্যান | দশরথ মানঝি | ||
হারামখোর | শ্যাম | ||
শোবাইট | স্থগিত | ||
২০১৬ | রইস | এসিপি গোলাম প্যাটেল | ছবি তৈরীর কাজ চলছে |
ফরজি | কাজ শুরু হয়নি | ||
দ্যা মায়া টেপ | স্থগিত | ||
গাওয়াহ (দ্যা উইটনেস)[19] | ছবি তৈরীর কাজ চলছে | ||
রমন রাঘব ২.০ | রমন রাঘব | ছবি তৈরীর কাজ চলছে | |
টিন | পোস্ট-প্রোডাকশন | ||
লতিফ | লতিফ | ||
ঘুমকেতু | ঘুমকেতু | পোস্ট-প্রোডাকশন | |
লায়ন | পোস্ট-প্রোডাকশন | ||
ব্ল্যাক কারেন্সি | উন্নয়ন চলছে | ||
২০১৭ | দ্যা মিউজিক টিচার | ছবি তৈরীর কাজ চলছে | |
২০১৭ | হামারখোর | শ্যাম | |
রইস | এসপি জয়দ্বীপ আমবাল মজুমদার | ||
ইন ডিফেন্স অব ফ্রীডম | সাদাত হাসান মন্তো | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
জাগ্গা জাসুস | বশির আলেকজান্ডার | অতিথি উপস্থিতি | |
মম | দয়া শংকর কাপুর একা ডিকে | ||
মুন্না মাইকেল | মাহেন্দ্র ফৌজী | ||
বাবুমশাই বন্দুকবাজ | বাবু বিহারী | প্রধান চরিত্রে | |
দি মায়া ট্যাপ | সৌরভ তিওয়ারি | সম্পন্ন | |
কার্বন | ম্যান ফ্রম মার্শ | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০১৮ | ঘুমকেতু | ঘুমকেতু | প্রধান চরিত্রে |
মুক্কাবাজ | "মুশকিল হ্যায় আপনা হ্যায় প্রিয়া" গানে বিশেষ উপস্থিতি | ||
থাকেরী | বল থাকেরী | প্রধান চরিত্রে |
বছর | পুরস্কার | চলচ্চিত্র | বিভাগ | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | তালাশ: দ্যা এ্যানসার লাইস উইদিন, কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর, দেখ ইন্ডিয়ান সার্কাস | বিশেষ জুরি পুরস্কার | বিজয়ী |
২০১২ | জি সিনে পুরস্কার | তালাশ: দ্যা অ্যানসার লাই উইথিন | জি সিনে পুরস্কার - শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা – পুরুষ | বিজয়ী |
২০১২ | স্ক্রিন পুরস্কার | তালাশ: দ্যা অ্যানসার লাই উইথিন | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য স্ক্রিন পুরস্কার | বিজয়ী |
২০১২ | স্টারডাস্ট পুরস্কার | গ্যাংস অব ওয়াসেপুর | স্টারডাস্ট পুরস্কার - শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | মনোনীত |
২০১২ | এশিয়া চলচ্চিত্র পুরস্কার | তালাশ: দ্যা অ্যানসার লাই উইদিন | এশিয়া চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | বিজয়ী |
২০১২ | নিউ ইয়র্ক ভারতীয় চলচ্চিত্র পুরস্কার | দেখ ইন্ডিয়ান সার্কাস | শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার[20] | বিজয়ী |
২০১২ | জিকিউ ম্যান অব দ্যা ইয়ার পুরস্কার ২০১২ | ২০১২ সেরা কাজ | সাফল্যমন্ডিত ব্যক্তিত্ব[21][22] | বিজয়ী |
২০১২ | লায়ন গোল্ড পুরস্কার ২০১২ | গ্যাংস অব ওয়াসেপুর | লায়ন ফেবারিট একটর | বিজয়ী |
২০১৩ | ফিল্মফেয়ার পুরস্কার | দ্য লাঞ্চবক্স | ফিল্মফেয়ার পুরস্কার - শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | বিজয়ী |
২০১৩ | রেনাল্ট স্টার গিল্ড পুরস্কার | দ্য লাঞ্চবক্স | শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্বচরিত্রে | বিজয়ী |
২০১৫ | ফিল্মফেয়ার পুরস্কার | বাদলপুর | ফিল্মফেয়ার পুরস্কার - শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | মনোনীত |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.