দৈনিক সংগ্রাম

বাংলাদেশের সংবাদপত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দৈনিক সংগ্রাম একটি বাংলা দৈনিক পত্রিকা, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পর্কিত এবং ঢাকা থেকে প্রকাশিত হয়।[][] এর সম্পাদক আযম মীর শাহীদুল আহসান।[] দৈনিক সংগ্রাম বাংলাদেশ ও বিশ্বের খবর, স্থানীয় এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, সিনেমা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে।

দ্রুত তথ্য ধরন, ফরম্যাট ...
দৈনিক সংগ্রাম
Thumb
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকবাংলাদেশ পাবলিকেশন লিঃ
প্রকাশকআবুল আসাদ
সম্পাদকআযম মীর শাহীদুল আহসান
প্রতিষ্ঠাকাল১৭ জানুয়ারি ১৯৭০; ৫৫ বছর আগে (1970-01-17)
ভাষাবাংলা
সদর দপ্তরবড় মগবাজার, ঢাকা-১২১৭, বাংলাদেশ
ওয়েবসাইটদৈনিক সংগ্রাম
বন্ধ

পত্রিকার বিবরণ

সংগ্রাম একটি দৈনিক প্রকাশিত জাতীয় পত্রিকা। বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেড প্রতিষ্ঠান দৈনিক সংগ্রাম আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়। এটি একইসাথে 'ব্রডশিট' আকারে ও অনলাইন সংস্করণে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ৮ পৃষ্ঠা।[] দৈনিক সংগ্রামের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে, প্রথম পাতা, শেষ পাতা, খেলা, অর্থনীতি, শিক্ষা, মতামত, সমাজ সংস্কৃতি, সাহিত্য, ফিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ স্টাইল, চাকরির খবর, দুর্ঘটনা, পরিবেশ, প্রবাস, রাজধানী, রাজনীতি, শোক সংবাদ, সংসদ, জাতীয়, গ্রাম-গঞ্জ-শহর, আদালত, অপরাধ।[]

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা

১৯৭০ সালের ১৭ জানুয়ারি পত্রিকাটি যাত্রা শুরু করে।[] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর পূর্বে ও যুদ্ধের সময় দৈনিক সংগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে ও স্বাধীনতার বিপক্ষে জনমত গড়ে তুলতে দৈনিক সংগ্রামের মাধ্যমে প্রচার চালায়।[] সেসময় জামায়াত ও ছাত্রসংঘের নেতা গোলাম আযমআলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিভিন্ন ধরনের মন্তব্য অপারেশন সার্চলাইটের পর থেকে সংগ্রাম পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত।[][] মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আব্দুল কাদের মোল্লামুহাম্মদ কামারুজ্জামান সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিলেন।

বিতর্ক

কার্যালয় ভাংচুর

২০১৯ সালের ১২ ডিসেম্বর পত্রিকার প্রথম পৃষ্ঠায় আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন পত্রিকাটির বড় মগবাজার কর্যালয় ও ছাপাখানা ভাংচুর চালায়।[১০] এর আগে ২০১৩ সালেও পত্রিকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।[১১]

মিডিয়া বাতিল

২০১৯ সালের ১২ ডিসেম্বর পত্রিকার প্রথম পৃষ্ঠায় আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ সালে পত্রিকাটির মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ আদেশের ফলে দৈনিক সংগ্রাম সরকারি বিজ্ঞাপন ও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। [১২][১৩][১৪]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.