Remove ads
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অনুসারীর সংখ্যা অনুযায়ী খ্রিস্টধর্ম বিশ্বের বৃহত্তম ধর্ম।[১][২] সারা বিশ্বে প্রায় ২৪০ কোটি খ্রিস্টধর্মের অনুসারী আছে,[৩][৪][৫] যা বিশ্ব জনসংখ্যার এক-তৃতীয়াংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ রাষ্ট্রে খ্রিস্টধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম।[৫] বর্তমান যুগে খ্রিস্টধর্ম বেশ কিছু শাখা বা মন্ডলীতে বিভক্ত। এদের মধ্যে ৫টি প্রধান শাখা হল রোমান ক্যাথলিক মন্ডলী (১৩০ কোটি অনুসারী), প্রতিবাদী মন্ডলী (৯২ কোটি অনুসারী), পূর্বী প্রথানুবর্তী মন্ডলী (২৭ কোটি অনুসারী[৬]), প্রাচ্যদেশীয় প্রথানুবর্তী মন্ডলী (৮ কোটি অনুসারী) এবং ইঙ্গ (অ্যাংলিকান) মন্ডলী (৮৫ লক্ষ)। এদের বাইরেও বিশ্বের সর্বত্র ভিন্ন ভিন্ন মতের অনেক মন্ডলী রয়েছে।
এটি পিউ রিসার্চের জরিপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।[৭][৮]
ক্রমমান | দেশ | খ্রিস্টান জনসংখ্যা | % খ্রিস্টান | দেশ | % খ্রিস্টান | খ্রিস্টান জনসংখ্যা |
---|---|---|---|---|---|---|
১ | যুক্তরাষ্ট্র | ২৪৭,০০০,০০০ | ৭৫.৪% | ভ্যাটিকান সিটি | ১০০% | ৮০০ |
২ | ব্রাজিল | ১৭৫,৭০০,০০ | ৯১.৪% | Romania | ৯৯% | ২১,৪৯০,০০ |
৩ | মেক্সিকো | ১২২,৫০০,০০০ | ৮৩.৬% | পাপুয়া নিউগিনি | ৯৯% | ৬,৮৬০,০০০ |
৪ | রাশিয়া | ১১৭,৬৪০,০০০ | ৯৩% | টোঙ্গা | ৯৯% | ১০০,০০০ |
৫ | ফিলিপাইন | ১১০,৬৪৪,০০০ | ৮৫% | আর্মেনিয়া | ৯৮.৫% | ৩,০৯০,০০০ |
৬ | নাইজেরিয়া | ৯২,২৮১,০০০ | ৫২.৮% | নামিবিয়া | ৯৭.৬% | ২,২৮০,০০০ |
7 | কঙ্গো প্রজাতন্ত্র | ৬৮,৫৫৮,০০০ | ৯৫.৬% | মার্শাল দ্বীপপুঞ্জ | ৯৭.৫% | ৫০,০০০ |
৮ | ইথিওপিয়া | ৫৪,৯৭৮,০০০ | ৬৪.৫% | মলদোভা | ৯৭.৫% | ৩,৫৭০,০০০ |
৯ | ইটালি | ৫৪,০৭০,০০০ | ৯১.৫% | জাম্বিয়া | ৯৭.৫% | ১৩,০৯০,০০ |
১০ | জার্মানি | ৪৭,২০০,০০০ | ৫৭.৩% | গ্রীস | ৯৩% | ১০,০০০,০০০ |
১১ |
যুক্তরাজ্য
| ৪৭,২০০,০০০ | ৯৯.৩% | গ্রীস | ৯৩% | ১০,০০০,০০০ |}
ক্রমমান | দেশ | % খ্রিস্টান | খ্রিস্টান জনসংখ্যা |
---|---|---|---|
১ | রোমানিয়া | ৯৮.০% | ২১,৩০০,০০০ |
২ | জাম্বিয়া | ৯৭.৫% | ১২,৮০০,০০০ |
৩ | কঙ্গো প্রজাতন্ত্র | ৯৫.৭% | ৬৩,২০০,০০০ |
৪ | পেরু | ৯৫.৬% | ২৭,৮০০,০০ |
৫ | মেক্সিকো | ৯৫.০% | ১০৭,০০০,০০০ |
৬ | পোল্যান্ড | ৯৪.৩% | ৩৬,১০০০ |
৭ | ইকুয়েডর | ৯৪.১% | ১৩,৬০০,০০০ |
৮ | কলম্বিয়া | ৯২.৫% | ৪২,৮০০,০০০ |
৯ | বলিভিয়া | ৯২.৩% | ১০,৪০০,০০০ |
১০ | গ্রীস | ৯৩?০% | ১০,০০০,০০০ |
শতকরা খ্রিস্টান | দেশের সংখ্যা | জনসংখ্যা |
---|---|---|
১০০ | ২ | ৮৫০ |
৯০–৯৯ | ৪৯ | ৭৩৯,৫৬৮,০০০ |
৮০-৮৯ | 28 | ৩১২,৭৯০,২০০ |
৭০-৭৯ | ২০ | ৫৯৯,৩১৯,০০০ |
৬০-৬৯ | ১২ | ১৭৭,৬০৮,০০০ |
৫০-৫৯ | ১৬ | ১৩২,৩৪৯,৯২৯ |
৪০-৪৯ | ৩ | ১৩,৫৯৪,০০০ |
৩০–৩৯ | ৬ | ১৫,৪৯৭,০০০ |
২০–২৯ | ৫ | ২৩,৬৫৭১,০০০ |
১০–১৯ | ১০ | ৪৩,৪০৯,০০০ |
১-৯ | ৩৪ | ১২৪,৭৫৫,০০০ |
০-১ | ১৩ | ১,৮২৩,৭৫০ |
সর্বমোট, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে ১২৬ টি, ৭১ টি দেশে খ্রিস্টানরা সংখ্যালঘু। পিউ রিসার্চ মতে ২৩২ টি রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে, ১৫৭ টি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ।[৯]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.