শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দেবদাস (১৯৫৫-এর চলচ্চিত্র)
১৯৫৫ চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দেবদাস হল বিমল রায় পরিচালিত ১৯৫৫ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত।[১] চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন দিলীপ কুমার। এতে প্রথমবারের মত নাটকীয় চরিত্রে অভিনয় করেন বৈজয়ন্তীমালা, যেখানে তিনি বাঈজি চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন এবং এই চলচ্চিত্রের পার্বতী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে সুচিত্রা সেনের। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মতিলাল, নাজির হুসাইন, মুরাদ, প্রতিমা দেবী, ইফতেখান ও শিবরাজ।
Remove ads
চলচ্চিত্রটি ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩য় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মেধার সনদ লাভ করে এবং তিনটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। ২০০৫ সালে ইন্ডিয়াটাইমস মুভিজ সেরা ২৫ অবশ্যই দর্শনীয় বলিউড চলচ্চিত্র তালিকায় এই চলচ্চিত্রটিকে স্থান দেয়।[২] আইওয়া বিশ্ববিদ্যালয়ের কোরি কে. ক্রিকমুরের সেরা ১০ বলিউড চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটির অবস্থান ছিল ২য়।[৩]
Remove ads
কুশীলব

- দিলীপ কুমার - দেবদাস মুখার্জী
- সুচিত্রা সেন - পার্বতী "পারু" চক্রবর্তী
- বৈজয়ন্তীমালা - চন্দ্রমুখী
- মতিলাল - চুনিবাবু
- নাজির হুসাইন - ধরমদাস
- মুরাদ - নারায়ণ মুখার্জী, দেবদাসের পিতা
- প্রতিমা দেবী - হরিমতি, দেবদাসের মাতা
- শিবরাজ - নিলকান্ত চক্রবর্তী, পার্বতীর পিতা
- ইফতেখার - দ্বিজদাস, দেবদাসের বড় ভাই
- কানহাইয়ালাল - শিক্ষক
- সরিতা দেবী - পারুর ঠাকুমা
- মণি চট্টোপাধ্যায় - ভুবন চৌধুরী, পার্বতীর স্বামী
- নানা পালসিকর - নৃত্যশিল্পী
- দুলারী - নৃত্যশিল্পী
- পারভীন পল - দেবদাসের ভাবী
- প্রাণ - চন্দ্রমুখীর গুণমুগ্ধ
- জনি ওয়াকার - চন্দ্রমুখীর গুণমুগ্ধ
- অসীম কুমার
- রাম কুমার
- বিক্রম কাপুর
- বেদ
- বেবি নাজ - পার্বতী (কিশোরী)
Remove ads
পুরস্কার ও মনোনয়ন
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads