Remove ads
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দি স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার (ইংরেজি: The Star-Spangled Banner; উচ্চারণ: দ্য্ স্টার্ স্প্যাংগল্ড্ ব্যানার্; বাংলা: তারকাখচিত ফলক) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। গানটির চরণসমূহ এসেছে ১৮১৪ সালের ১৪ সেপ্টেম্বরে ৩৫ বছর বয়সী এক মার্কিন আইনজীবী ও অপেশাদার কবি ফ্রান্সিস স্কট কী এর লেখা "Defense of Fort M'Henry"[২] নামক এক ইংরেজি কাব্য থেকে। তিনি ১৮১২-এর সংগ্রামের বাল্টিমোরের যুদ্ধে ম্যারিল্যান্ডের ফোর্ট ম্যাকহেনরি দুর্গে রাজকীয় নৌবাহিনীর ব্রিটিশ জাহাজ কর্তৃৃক বোমাবর্ষণকে প্রত্যক্ষ করে এই কাব্যটি রচনা করেন। যুদ্ধে মার্কিন বাহিনীর বিজয়ের পর ফোর্ট ম্যাকহেনরিতে ১৫টি তারকাখচিত ও ১৫টি ডোরাকাটা একটি সুবিশাল মার্কিন পতাকা উত্তোলন করা হয়, যা "স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার" নামে পরিচিত। ফ্রান্সিস স্কট কী এই পতাকাটির নাম থেকে কাব্যটির নাম রাখেন স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার, যা আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত।
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত | |
কথা | ফ্রান্সিস স্কট কী, ১৮১৪ |
---|---|
সঙ্গীত | জন স্ট্যাফোর্ড স্মিথ, ১৭৭৩ |
গ্রহণকাল | ৩ মার্চ ১৯৩১[১] |
অডিও নমুনা | |
"দি স্টার-স্প্যাঙ্গল্ড ব্যানার" |
কবিতাটির সুর নেওয়া হয়েছিল জন স্ট্যাফোর্ড স্মিথ-এর লণ্ডনের একটি পুরুষের সামাজিক ক্লাব অ্যানাক্রেনোটিক সমাজ-এর জন্য লেখা একটি বিখ্যাত ব্রিটিশ গানের থেকে। "To Anacreon in Heaven" (or "The Anacreontic Song") গানটি ভিন্ন ভিন্ন লেখায় ইতোমধ্যেই আমেরিকায় জনপ্রিয় ছিল। পরবর্তীকালে এই সুরেই লেখা আরেকটি গান "দ্য স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার", শীঘ্রই একটি খ্যাতনামা মার্কিন দেশাত্মবোধক গান হয়ে ওঠে। ১৯টি সেমিটোনের রেঞ্জ থাকা গানটি গাওয়া খুব কঠিন ছিল বলে পরিচিত ছিল। কবিতাটিতে ৪টি স্তবক থাকলেও, সাধারণত শুধু প্রথমটিই গাওয়া হয়।
"দ্য স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার" কবিতাটি ১৮৮৯ খ্রিস্টাব্দে মার্কিন নৌবাহিনী দ্বারা, এবং ১৯১৬ খ্রিস্টাব্দে তদানীং মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন দ্বারা সরকারী ব্যবহারের জন্য স্বীকৃতি দেওয়া হয়। এবং ১৯৩১ সালের ৩ মার্চে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট হুভার কর্তৃক স্বাক্ষরিত একটি কংগ্রেসীয় অনুবন্ধের (46 Stat. 1508, codified at 36 U.S.C. § 301) সাহায্যে এটিকে জাতীয় সঙ্গীত বানানো হয়।
১৯৩১ সালের পূর্বে, অন্যান্য গানগুলি মার্কিন আমলাবর্গের স্তুতি হিসাবে ব্যবহৃত হত। ১৯ শতকের বেশিরভাগ দাপ্তরিক অনুষ্ঠানে জয় কলম্বিয়া গানটি প্রাগুক্ত উদ্দেশ্য সিদ্ধ করেছিল। "My Country, 'Tis of Thee" [৩]গানটিও দে ফাক্তো জাতীয় সঙ্গীত হিসাবে পরিবেশিত হত[৪]; এই গানটির সুর যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত "গড সেইভ দ্য কুইন" এর সুরের মতন ছিল। ১৮১২-এর সংগ্রাম এবং তার পরবর্তী যুদ্ধের ফলস্বরূপ আরও অন্যান্য গান সর্বজনীন অনুষ্ঠানে জনপ্রিয়তার দিক দিয়ে প্রতিযোগিতায় আসে। যেগুলোর মধ্যে "America the Beautiful" গানটি ১৯৩১ সালের পূর্বাবধি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের প্রার্থী হিসাবে বিবেচিত হত।[৫]
গানের চরণ ইংরেজিতে | বঙ্গানুবাদ | |
---|---|---|
প্রথম স্তবক | ||
O say can you see, by the dawn's early light, |
[ওহ] দেখতে পাচ্ছ কী ভোরের প্রথম আলোর মাঝে, | |
দ্বিতীয় স্তবক | ||
On the shore dimly seen through the mists of the deep, |
ঘন কুয়াশার মধ্যে অস্পষ্ট দৃশ্য তীরে, | |
তৃৃতীয় স্তবক | ||
And where is that band who so vauntingly swore |
এবং সেই ব্যান্ডটি কোথায়, যিনি এতটা নিষ্ঠুরভাবে শপথ করেছিলেন? | |
চতুর্থ স্তবক | ||
O thus be it ever, when freemen shall stand |
হে এভাবেই হোক, যখন ফ্রিম্যানরা দাঁড়াবে | |
পঞ্চম স্তবক (মার্কিন গৃৃহযুদ্ধের পর সংযোজিত) | ||
When our land is illumined with Liberty's smile, |
যখন আমাদের দেশ স্বাধীনতার হাসিতে আলোকিত হয়, |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.