Loading AI tools
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দা আফগানিস্তান ব্যাংক (সংক্ষেপিত ডিএবি) (পশতু: د افغانستان بانک; দারি:بانک مرکزی افغانستان) হচ্ছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এটি আফগানিস্তানের সমস্ত ব্যাংকিং এবং অর্থ পরিচালনার কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে, সারাদেশে ব্যাংকটির ৪৬টি শাখা রয়েছে। আফগান রাজধানী কাবুলে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ মোট ৫টি শাখা কার্যালয় রয়েছে। [2]
প্রধান কার্যালয় | কাবুল |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৯ |
মালিকানা | ১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন[1] |
গভর্নর | অজমল আহমাদি |
এর কেন্দ্রীয় ব্যাংক | আফগানিস্তান |
মুদ্রা | আফগান আফগানি AFN (আইএসও ৪২১৭) |
সঞ্চয় | ৬১১০ মিলিয়ন মার্কিন ডলার[1] |
ওয়েবসাইট | www |
দা আফগানিস্তান ব্যাংক শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। এটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তির জোটের সদস্য এবং এটি আর্থিক অন্তর্ভুক্তি নীতি প্রচারে সক্রিয় ভূমিকা পালন করে।[3] ২০২০ সালের মে মাসে ব্যাংকটি পশ্চিম প্রদেশগুলিতে ইরানি রিয়ালের পরিবর্তে আফগান মুদ্রার ব্যবহার প্রচারের জন্য একটি প্রচারণা শুরু করেছিল।[4]
দা আফগানিস্তান ব্যাংকের সীলে উপরের দিকে পুশতু হরপে এবং নিচের দিকে লাতিন লিপিতে ব্যাংকের নাম লেখা আছে। দুই পাশে ব্যাংকের প্রতিষ্ঠা বছর ১৯৩৯ সাল এবং মাঝখানে প্রথম ইউক্রাতিদেস সময়ের একটি মুদ্রা যেটিতে গ্রীক ভাষায় লেখা আছে "ΒΑΣΙΛΕΩΣ ΜΕΓΑΛΟΥ ΕΥΚΡΑΤΙΔΟΥ" অর্থাৎ "মহান রাজা ইউক্রাতিদেস" লেখা আছে।
দা আফগানিস্তান ব্যাংকের প্রাথমিক কাজগুলি হ'ল:
দা আফগানিস্তান ব্যাংকের সুপ্রিম কাউন্সিল ৫ সদস্য বিশিষ্ট। বর্তমান কাউন্সিল নিচের সদস্যদের নিয়ে গঠিত:
দা আফগানিস্তান ব্যাংকের গভর্নরদের তালিকা নিম্নরুপঃ[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.