Remove ads
ইহুদি রাজনীতি এবং ইসরায়েল রাষ্ট্রের জনক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থিওডোর হের্জল (হিব্রু ভাষায়: תִאוַדָר הֶרְצֵל, টিভাডের হার্টজেল; হাঙ্গেরীয়: Herzl Tivadar; মে ২, ১৮৬০ – জুলাই ৩, ১৯০৪) ছিলেন অস্ট্রিয়া-হাঙ্গেরির একজন ইহুদি সাংবাদিক ও লেখক। তিনি বেঞ্জামিন জে’ইভ হার্জল (হিব্রু ভাষায়: בִּנְיָמִין זְאֵב הֶרְצֵל) (হিব্রুতে חוֹזֵה הַמְדִינָה নামেও পরিচিত) হিসেবে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক ইহুদি রাজনীতির জনক এবং ইসরায়েল রাষ্ট্রের জনক হিসেবে বিবেচনা করা হয়। হের্জল বিশ্ব ইহুদি সংস্থা গঠন করেন এবং বিভিন্ন দেশের ইহুদিদের অভিবাসী হিসেবে ফিলিস্তিনে নিয়ে আসেন ও একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন।
থিওডোর হের্জল | |
---|---|
জন্ম | বেঞ্জামিন জে’ইভ হার্জল ২ মে ১৮৬০ পেস্ট, হাঙ্গেরীয় রাজ্য |
মৃত্যু | ৩ জুলাই ১৯০৪ ৪৪) এডলাস, অস্ট্রিয়া-হাঙ্গেরি | (বয়স
সমাধি | ১৯০৪–১৯৪৯: ডোবলিঙ্গার ফ্রিয়েদুফ, ভিয়েনা, অস্ট্রিয়া ১৯৪৯–বর্তমান: হের্জল পর্বত, জেরুজালেম, ইসরায়েল ৩১°৪৬′২৬″ উত্তর ৩৫°১০′৫০″ পূর্ব |
জাতীয়তা | অস্ট্রিয়া-হাঙ্গেরি |
শিক্ষা | আইন |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ ভিয়েনা |
পেশা | সাংবাদিক, নাট্যকার, লেখক, রাজনৈতিক কর্মী |
পরিচিতির কারণ | আধুনিক ইহুদি রাজনীতির জনক |
দাম্পত্য সঙ্গী | জুলিয়া নাসচাউয়ের (বি. ১৮৮৯–১৯০৪) |
স্বাক্ষর | |
হের্জল হাঙ্গেরির বুদাপেস্টে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারটি মূলত এসেছিল জিমনি (বর্তমান জিমান, সার্বিয়া) থেকে।[১] তার পিতা-মাতা ছিলেন জেনিথ ও জ্যাকব যারা জার্মান ভাষাভাষী ইহুদি ছিলেন। হের্জল তাদের দ্বিতীয় সন্তান। হের্জল প্রথমে সুয়েজ খালের সৃষ্টিকর্তা ফেরদিনান্দ দে লেসেপের পদাঙ্ক অনুসরণ করেন কিন্তু বিজ্ঞানে তেমন অগ্রসর হতে পারেননি পরিবর্তে তিনি কবিতা এবং মানবিকতার দিকে ঝোঁকে পড়েন। এই আবেগ পরে সাংবাদিকতার একটি সফল কর্মজীবন ও খুব বেশি সফল না হলেও নাটক লেখায় তাকে মনোনিবেশ করতে বাধ্য করে।[২] এমনকি ইহুদি প্রশ্নে তিনি আগ্রহী হয়ে উঠলেও ইহুদিরের স্ব-ঘৃণার উৎস আবিষ্কারের জন্য প্রচুর লেখালেখি করেন। অমোষ এলোনের মতে[৩], হের্জল নিজেকে নাস্তিক বলে বিবেচনা করতেন।
১৮৭৮ সালে তার বোন পাউলিনের মৃত্যুর পর, হের্জলের পরিবার অস্ট্রিয়া-হাঙ্গেরির ভিয়েনাতে স্থানান্তরিত হন। ভিয়েনাতে হের্জল আইন বিষয়ে অধ্যায়ন করেছিলেন। আইনের একজন যুবক ছাত্র হিসেবে তিনি জার্মান জাতীয়তাবাদী আলবিয়া ভ্রাতৃসঙ্ঘের সদস্য হন, যার নীতিবাক্য ছিল- সম্মান, স্বাধীনতা, স্বদেশ। তিনি পরে প্রতিষ্ঠানের ইহুদিবিদ্বেষ এর প্রতিবাদে পদত্যাগ করেন।[৪]
ভিয়েনা ও সালজবার্গ বিশ্ববিদ্যালয়ে[৫] একটি সংক্ষিপ্ত আইনি পেশার পর, তিনি সাংবাদিকতা ও সাহিত্যের দিকে মনোনিবেশ করেন। তিনি ভিয়েনার একটি দেশি পত্রিকায় কাজ করেন ও প্যারিসের নিউই ফ্রেই প্রেসের সংবাদদাতা ছিলেন, মাঝে মাঝে লন্ডন এবং কনস্ট্যান্টিনোপোলে বিশেষ ভ্রমণ করতেন। পরবর্তীতে তিনি নিউই ফ্রেই প্রেসের সাহিত্য সম্পাদক হন ও ভিয়েনায় মঞ্চায়নের জন্য কয়েকটি কমেডি নাটক রচনা করেন। তিনি তার প্রথম দিকের কাজগুলোতে ইহুদিদের প্রাধান্য দেননি। এগুলো রাজনীতির পরিবর্তে ছিল ব্যঙ্গাত্বক ও হাস্যরসাত্বক।[৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.