Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ত্রিপুরা হল উত্তর-পূর্ব ভারতের একটি ছোট পার্বতি রাজ্য। ভারতবর্ষের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা। রাজ্যটির আয়োতন ১০,৪৯১.৬৯ কিমি২ (৪,০৫০.৮৬ মা২) এবং রাজ্যটির উত্তর, পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে বেষ্টিত রয়েছে বাংলাদেশ (পূর্ব বঙ্গ)। রাজ্যটি প্রায় সম্পূর্ণরূপে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং রাজ্যটির কোন উপকূলরেখা বা সমুদ্রবন্দর নেই। রাজ্যটির পূর্বে রয়েছে ভারতের আসাম ও মিজোরাম রাজ্য। এরাজ্যে বাঙালি, ত্রিপুরি, চাকমা এবং মণিপুরীরা বসবাস করেন। রাজ্যটির ৩০% সমতল ভূমি এবং ৭০% পাহাড়। রাজ্যের সমতল ভূমির অধিকাংশ বাসিন্দা বাঙালি এবং তাদের ভাষা হল বাংলা। রাজ্যের পাহাড়ি লোকেদের ভাষা ককবরক এবং ত্রিপুরি জনসংখ্যা রাজ্যের মোট জনসংখ্যার ৩০%। ২০১১ সালের জনগননায় ত্রিপুরা রাজ্যটির জনসংখ্যা ৩৬,৭১,০৩২ জন যা ভারতবর্ষের মোট জনসংখ্যার ০.৩%।[1] ত্রিপুরার রাজধানী আগরতলা শহর হচ্ছে রাজ্যের একমাত্র পৌরনিগম, ১৩টি এলাকা পুরসভা এবং ৬টি হল নগর পঞ্চায়েত।
ক্রম. | শহর | শ্রেণী | মহকুমা | জেলা | জনসংখ্যা | ওয়ার্ড সংখ্যা [2] |
---|---|---|---|---|---|---|
১. | আগরতলা | পৌরনিগম | সদর | পশ্চিম ত্রিপুরা | ৫২২,৬১৩ [3] | ৫১ |
২. | ধর্মনগর | পৌরসভা | ধর্মনগর | উত্তর ত্রিপুরা | ৪৫৮৮৭ | ২৫ |
৩. | উদয়পুর | পৌরসভা | উদয়পুর | গোমতী | ৩৭,৭৮১ | ২৩ |
৪. | কৈলাসহর | পৌরসভা | কৈলাসহর | ঊনকোটি | ২৩,৪১৮ | ১৭ |
৫. | বিশালগড় | পৌরসভা | বিশালগড় | সিপাহীজলা | ২২,৩০৯ | ১৫ |
৬. | তেলিয়ামুড়া | পৌরসভা | তেলিয়ামুড়া | খোয়াই | ২১,৬৭৯ | ১৫ |
৭. | খোয়াই | পৌরসভা | খোয়াই | খোয়াই | ২১,৩৮৭ | ১৫ |
৮. | বিলোনিয়া | পৌরসভা | বিলোনিয়া | দক্ষিণ ত্রিপুরা | ২১,১৭৬ | ১৭ |
৯. | মেলাঘর | পৌরসভা | সোনামুড়া | সিপাহীজলা | ১৯,৭১৪ | ১৩ |
১০. | মোহনপুর | পৌরসভা | মোহনপুর | পশ্চিম ত্রিপুরা | ১৮,৫৪৯ | ১৫ |
১১. | আমবাসা | পৌরসভা | আমবাসা | ধলাই | ১৬,৪০৭ | ১৫ |
১২. | রাণীরবাজার | পৌরসভা | সদর | পশ্চিম ত্রিপুরা | ১৫,৮২০ | ১৩ |
১৩. | শান্তিরবাজার | পৌরসভা | শান্তির বাজার | দক্ষিণ ত্রিপুরা | ১৫,৬৪৭ | ১৫ |
১৪. | কুমারঘাট | পৌরসভা | কুমারঘাট | ঊনকোটি | ১৫,১৮৯ | ১৫ |
১৫. | সোনামুড়া | নগর পঞ্চায়েত | সোনামুড়া | সিপাহীজলা | ১২,৫৯২ | ১৩ |
১৬. | পানিসাগর | নগর পঞ্চায়েত | পানিসাগর | উত্তর ত্রিপুরা | ১১,৯৩৮ | ১৩ |
১৭. | অমরপুর | নগর পঞ্চায়েত | অমরপুর | গোমতী | ১১,৫২৫ | ১৩ |
১৮. | জিরানিয়া | নগর পঞ্চায়েত | জিরানিয়া | পশ্চিম ত্রিপুরা | ১১,০২৩ | ১১ |
১৯. | কমলপুর | নগর পঞ্চায়েত | কমলপুর | ধলাই | ১০,৯০৪ | ১১ |
২০. | সাব্রুম | নগর পঞ্চায়েত | সাব্রুম | দক্ষিণ ত্রিপুরা | ৬,০৩৪ | ৯ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.