তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।[] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের তথ্যসম্পদ উন্নয়ন, তথ্য সংরক্ষণ, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্য অধিকার সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন, বিধি-বিধান, প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে। এছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি।

দ্রুত তথ্য সংস্থার রূপরেখা, যার এখতিয়ারভুক্ত ...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা[]
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটmoi.gov.bd
বন্ধ

মন্ত্রণালয়ের নামের ইতিহাস

বাংলাদেশের স্বাধীনতার পর এই মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নাম থেকে ‘সম্প্রচার’ শব্দটি অপসারণ করে নাম রাখা হয় ‘তথ্য মন্ত্রণালয়’। তবে ২০২১ সালের মার্চে মন্ত্রণালয়ের নামে পুনরায় ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করা হয়। কেননা দেশের সম্প্রচার বিষয়ক কার্যক্রম পরিচালনা এ মন্ত্রণালয়েরই কাজ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে নামের মিল থাকার কারণেও মন্ত্রণালয়ের নাম পরিবর্তের প্রয়োজন দেখে দেয়।[]

আওতাধীন অধিদপ্তর ও প্রতিষ্ঠানসমূহ

যে সকল অধিদপ্তর ও প্রতিষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে:[]

আরও তথ্য বিভাগ, সংক্ষেপে ...
বিভাগসংক্ষেপেস্থাপিতদাপ্তরিক ওয়েবসাইট
তথ্য অধিদফতরপিআইডিpressinform.portal.gov.bd
বাংলাদেশ বেতার১৯৩৯www.betar.gov.bd
বাংলাদেশ টেলিভিশনবিটিভি১৯৬৪www.btv.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরwww.dfp.gov.bd
গণযোগাযোগ অধিদপ্তরmasscommunication.portal.gov.bd
বাংলাদেশ প্রেস কাউন্সিল১৯৭৯presscouncil.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনwww.fdc.gov.bd
বাংলাদেশ ফিল্ম আর্কাইভবিএফএ১৯৭৮www.bfa.gov.bd
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশপিআইবি১৯৭৬pib.portal.gov.bd
বাংলাদেশ সংবাদ সংস্থাবাসসwww.bssnews.net
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটজাগই১৯৮০nimc.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডবিএফসিবিwww.bfcb.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট১০ সেপ্টেম্বর ২০১৪bcti.portal.gov.bd
তথ্য কমিশনwww.infocom.gov.bd
বন্ধ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের তালিকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা:

  1. শেখ আবদুল আজিজ
  2. শামসুল হুদা চৌধুরী
  3. শামসুল হুদা চৌধুরী
  4. নাজমুল হুদা
  5. এম শামসুল ইসলাম
  6. আবু সাইয়িদ
  7. এম শামসুল ইসলাম
  8. আবুল কালাম আজাদ
  9. হাসানুল হক ইনু
  10. মোহাম্মদ হাছান মাহমুদ
  11. মুরাদ হাসান
  12. মোহাম্মদ আলী আরাফাত
  13. নাহিদ ইসলাম (উপদেষ্টা)
  14. মাহফুজ আলম (উপদেষ্টা)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.