টেডি হোড

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

টেডি হোড

এডওয়ার্ড লায়ল গোল্ডসওয়ার্দি হোড (ইংরেজি: Teddy Hoad; জন্ম: ২৯ জানুয়ারি, ১৮৯৬ - মৃত্যু: ৫ মার্চ, ১৯৮৬) বার্বাডোসের সেন্ট মাইকেল এলাকার রিচমন্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।[১][২][৩] ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, দলের প্রয়োজনে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন টেডি হোড

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
টেডি হোড
Thumb
১৯৩৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে টেডি হোড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
এডওয়ার্ড লিসেল গোল্ডসওয়ার্দি হোড
জন্ম(১৮৯৬-০১-২৯)২৯ জানুয়ারি ১৮৯৬
রিচমন্ড, সেন্ট মাইকেল, বার্বাডোস
মৃত্যু৫ মার্চ ১৯৮৬(1986-03-05) (বয়স ৯০)
ব্রিজটাউন, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাঅধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২)
২১ জুলাই ১৯২৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২২ জুলাই ১৯৩৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯২২–১৯৩৮বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৬২
রানের সংখ্যা ৯৮ ৩,৫০২
ব্যাটিং গড় ১২.২৫ ৩৮.৯১
১০০/৫০ ০/০ ৮/১৪
সর্বোচ্চ রান ৩৬ ১৭৪*
বল করেছে ৩,৪০৫
উইকেট ৫৩
বোলিং গড় ৩৫.৯৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৮৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ২৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ ডিসেম্বর ২০১৭
বন্ধ

খেলোয়াড়ী জীবন

১৯২৮ ও ১৯২৯-৩০ মৌসুমে দুইবার ইংল্যান্ড সফরে যান। টেস্টে মাঝারীমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন তিনি। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী খেলায় অংশগ্রহণের সৌভাগ্য ঘটে তার। ২১ জুলাই, ১৯২৮ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টমি স্কট-সহ টেডি হোডের টেস্ট অভিষেক ঘটে। ১৯৩০ সালে নিজ দেশে অনুষ্ঠিত সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এরফলে প্রথম বার্বাডিয়ান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করার বিরল গৌরব অর্জন করেন টেডি হোড।[৪]

১৯২৮ সালে ইংরেজ কাউন্টি দল ওরচেস্টারশায়ারের বিপক্ষে অপরাজিত ১৪৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১৯৩০ সালে বার্বাডোসের পক্ষে ১৪৭ রানের ইনিংস খেলেছেন।

ব্যক্তিগত জীবন

৫ মার্চ, ১৯৮৬ তারিখে ৯০ বছর বয়সে বার্বাডোসের ব্রিজটাউনে তার দেহাবসান ঘটে। তার সন্তানও বার্বাডোসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.