Loading AI tools
ইংরেজ অভিনেতা এবং নর্তক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টমাস স্ট্যানলি হল্যান্ড (জন্ম জুন ১, ১৯৯৬) একজন ইংরেজ অভিনেতা। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়। তার অর্জনের মধ্যে রয়েছে ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার, তিনটি স্যাটার্ন পুরস্কার, একটি গিনেস বিশ্ব রেকর্ড এবং ফোর্বস ৩০ আন্ডার ৩০ তালিকায় উপস্থিতি।
টম হল্যান্ড | |
---|---|
জন্ম | টমাস স্ট্যানলি হল্যান্ড ১ জুন ১৯৯৬ লন্ডন, ইংল্যান্ড |
শিক্ষা | ব্রিট স্কুল |
পেশা |
|
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পিতা-মাতা |
|
হল্যান্ড ২০০৮ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডে বিলি এলিয়ট দ্য মিউজিকালে মূখ্য ভূমিকায় আবির্ভূত হন। ২০১২ সালে দ্য ইম্পসিবল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে তার অভিষেক ঘটে। এরপর তিনি হাউ আই লিভ নাউ (২০১৩) ও ইন দ্য হার্ট অফ দ্য সী (২০১৫) চলচ্চিত্রে এবং উল্ফ হল (২০১৫) নামক ক্ষুদ্র ধারাবাহিকে অভিনয় করেন। এরপর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করেন। এ পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে তাকে স্পাইডার-ম্যান হিসেবে দেখা গিয়েছে: ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭), অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮), অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯), স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম (২০১৯) এবং স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম (২০২১)। এর পাশাপাশি তিনি অপরাধমূলক চলচ্চিত্র দ্য ডেভিল অল দ্য টাইম (২০২০) এবং চেরি-তে অভিনয় করেন।
তিনি স্পাইজ ইন ডিজগাইজ (২০১৯), ডোলিটল (২০২০) এবং অনওয়ার্ড (২০২০) চলচ্চিত্রে কন্ঠ প্রদান করেন।
হল্যান্ড কিংস্টোন আপন টামেস, লন্ডন[1]-এ নিকোলা এলিজাবেথ (বিবাহের পূর্বে ফ্রস্ট; একজন আলোকচিত্ৰকর) এবং ডমিনিক হল্যান্ড (একজন কৌতুকাভিনেতা এবং লেখক)-এর কাছে জন্মগ্রহণ করেন।[2][3] তার তিনজন ভাই আছে।[2][4] তার পৈতৃক দাদা ও দাদী আইল অফ ম্যান এবং টিপারেরি, আয়ারল্যান্ড-এ জন্মগ্রহণ করেছিলেন।[5][6]
হল্যান্ড দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বালডনের একটি রোমান ক্যাথলিক প্রস্তুতিমূলক বিদ্যালয়, ডনহেড থেকে পড়াশোনা করেন,[7] এবং তার পড়াশোনা একটি সাহায্যকারী স্বেচ্ছাকৃত জেসুইট রোমান ক্যাথলিক বিদ্যালয়, উইম্বালডন কলেজ-এ ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত চলতে থাকে। হল্যান্ড বলেছেন যে তিনি একজন নর্তক হওয়ার জন্য বিদ্যালয়ে নিপীড়িত হতেন।[8] উইম্বালডন কলেজের পর তিনি শিল্প ও প্রযুক্তি চর্চার জন্য ব্রিট স্কুলে ভর্তি হন।[3]
বছর | শিরোনাম | ভূমিকা | পাদটীকা |
---|---|---|---|
২০১০ | এরাইটি | সো (কণ্ঠ) | ইংরেজি ডাব (ইউকে, এইউ, এনজিএল) |
২০১২ | দ্য ইম্পোসিবল | লুকাস বেনেট | |
২০১৩ | হাও আই লিভ নাও | আইজাক | |
মোমেন্টস | ছেলে | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
২০১৪ | লক | এডি (কণ্ঠ) | |
বিলি এলিয়ট দ্য মিউজিকাল লাইভ | প্রাক্তন বিলি | সংক্ষিপ্ত আবির্ভাব | |
২০১৫ | ইন দ্য হার্ট অফ দ্য সী | থমাস নিকারসন | |
টুইট | স্বয়ং নিজে | সংক্ষিপ্ত চলচ্চিত্র; আবার পরিচালক | |
২০১৬ | ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার | পিটার পার্কার / স্পাইডার-ম্যান | |
এজ অফ উইন্টার | ব্র্যাডলি বেকার | ||
আ মনস্টার কল্স | দৈত্যটি | অন্যের বদলে কাজ করেন | |
দ্য লস্ট সিটি অফ জী | জ্যাক ফসেট | ||
২০১৭ | পিলগ্রিমেজ | নতুন শিক্ষার্থী / ভ্রাতা ডিয়ারমন্ড | |
স্পাইডার-ম্যান: হোমকামিং | পিটার পার্কার / স্পাইডার-ম্যান | ||
দ্য কারেন্ট ওয়ার | স্যামুয়েল ইনসাল | ||
২০১৮ | অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার | পিটার পার্কার / স্পাইডার-ম্যান | |
২০১৯ | অ্যাভেঞ্জার্স: এন্ডগেম | পরবর্তী-প্রযোজনা | |
স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম | পরবর্তী-প্রযোজনা | ||
স্পাইস ইন ডিসগাইস | ওয়াল্টার বেকেট (কণ্ঠ) | প্রযোজনায় | |
২০২০ | দ্য ভয়েজ অফ ডক্টর ডলিটল | জীপ (কণ্ঠ) | পরবর্তী-প্রযোজনা |
অনওয়ার্ড | (কণ্ঠ) | প্রযোজনায় | |
কেওস ওয়াকিং | টড হ্যাইট | Post-production | |
TBA | দ্য ডেভিল অল দ্য টাইম | আরভিন রাসেল | চিত্রয়াণ চলছে |
২০২১ | স্পাইডার-ম্যান: নোওয়ে হোম | পিটার পার্কার | |
বছর | শিরোনাম | ভূমিকা | পাদটীকা |
---|---|---|---|
২০১৫ | ওল্ফ হল | গ্রেগরি ক্রোমওয়েল | পুনরাবৃত্তি ভূমিকা; ৬টি পর্ব |
২০১৭ | লিপ সিঙ্ক ব্যাটল | স্বয়ং নিজে | পর্ব: "টম হল্যান্ড ভারসেস যেনদায়া" |
বছর | শিরোনাম | ভূমিকা | ঘটনাস্থল | পাদটীকা |
---|---|---|---|---|
২০০৮–২০১০ | বিলি এলিয়ট দ্য মিউজিকাল | বিলি এলিয়ট / মাইকেল | ৮ সেপ্টেম্বর ২০০৮ – ২৯ মে ২০১০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.