Remove ads

১৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৫১ (অধিবর্ষে ৩৫২) দিন বাকি রয়েছে।

১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

২০শ এবং ২১শ শতাব্দীতে গ্রেগরিয়ান বর্ষপঞ্জীর তুলনায় জুলিয়ান বর্ষপঞ্জী ১৩ দিন কম। সেই হিসেবে জুলিয়ান বর্ষপঞ্জী ব্যবহারকারী ধর্মীয় সংগঠনসমূহ এদিন নববর্ষ উদ্‌যাপন করে।

ঘটনাবলী

  • ১৫১৪ - দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।
  • ১৬৩৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
  • ১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।
  • ১৮১৪ - ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।
  • ১৮৫৮ - নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।
  • ১৮৯৯ - স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশিত হয়। (১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ)
  • ১৯০৭ - জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
  • ১৯২৯ - আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।
  • ১৯৩৮ - আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।
  • ১৯৪৩ - মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।
  • ১৯৬৯ - পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।
  • ১৯৬৯ - ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু
  • ১৯৭২ - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।
  • ১৯৭৫ - চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।
  • ১৯৮০ - জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।
  • ১৯৯১ - ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদ সহ অপর তিন নেতা।
  • ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।
  • ২০০০ - বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন।
  • ২০০৫ - শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।
  • ২০০৮ - নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়।
Remove ads

জন্ম

Remove ads

মৃত্যু

Remove ads

ছুটি ও অন্যান্য

  • পতাকা দিবস (জর্জিয়া)
  • বিপ্লব ও যুব দিবস (তিউনেসিয়া)
  • মাতৃভূমির প্রতিরক্ষা দিবস (উজবেকিস্তান)
  • জাতীয় বন সংরক্ষণ দিবস (থাইল্যান্ড)।

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads