জল ও স্থল গোলার্ধ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জল গোলার্ধ এবং স্থল গোলার্ধ হলো পৃথিবীর গোলার্ধদ্বয় যা যথাক্রমে পৃথিবীর সম্ভাব্য সর্ববৃহৎ ভূমি ও মহাসাগরীয় এলাকা জুড়ে বিস্তৃত। সংজ্ঞা অনুসারে (ধরে নেয়া হচ্ছে যে, সমগ্র ভূপৃষ্ঠকে "ভূমি" বা "মহাসাগর" হিসাবে গন্য করা যায়) এই গোলার্ধ দুটি একে অন্যকে পরস্পর ছেদ করে না, বরং আলাদা আলাদা অংশ।
গোলার্ধ নিরূপণ ক্ষেত্রবিশেষে সামান্য কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। স্থল গোলার্ধের কেন্দ্র নির্ধারণ করা হয় ৪৭°১৩′ উত্তর অক্ষাংশ এবং ১°৩২′ পশ্চিম দ্রাঘিমাংশের ছেদ বিন্দুতে (ফ্রান্সের নান্টেস শহরে)।[1] জল গোলার্ধের কেন্দ্র স্থল গোলার্ধের কেন্দ্রের ঠিক বিপরীতে এবং তাই এটি ৪৭°১৩′ দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৮°২৮′ পূর্ব দ্রাঘিমাংশের ছেদ বিন্দুতে (প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের বাউন্টি দ্বীপপুঞ্জের কাছে) অবস্থিত।[1] আবার, একটি বিকল্প স্থল গোলার্ধের কেন্দ্র নির্ধারণ করা হয় ৪৭°২৪′৪২″ উত্তর অক্ষাংশ এবং ২°৩৭′১৫″ পশ্চিম দ্রাঘিমাংশের ছেদ বিন্দুতে (ফ্রান্সের পিরিয়াক-সুর-মেরের নিকটবর্তী আইল ডুমেটে)।[2][3] ফলে, জল গোলার্ধের কেন্দ্রের অবস্থান হচ্ছে ৪৭°২৪′৪২″ দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৭°২২′৪৫″ পূর্ব দ্রাঘিমাংশের ছেদ বিন্দুতে (প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের বাউন্টি দ্বীপপুঞ্জের কাছে)।
নিচের সারণিতে আলফনস বার্গেটের গণনাকৃত হিসাব মতে জল এবং স্থল গোলার্ধের প্রতিটি মহাদেশের ভূমি এলাকা ও জলভাগের অনুমানিক বিস্তরণ দেয়া হলো -
মহাদেশ | স্থল গোলার্ধ কিলোমিটার২ (বর্গ মাইল) |
জল গোলার্ধ কিলোমিটার২ (বর্গ মাইল) |
---|---|---|
আফ্রিকা | ২,৯৮,১৮,৪০০ (১,১৫,১২,৯৪৯) | ০ (০) |
আমেরিকা অঞ্চল | ৩,৪৯,৫৫,৬৭০ (১,৩৪,৯৬,৪৬০) | ৩৩,৯১,০১০ (১৩,০৯,২৭৬) |
এন্টারটিকা | ০ (০) | ১,৩১,২০,০০০ (৫০,৬৫,৬৬০) |
এশিয়া | ৪,০৮,৯৭,২৪১ (১,৫৭,৯০,৫১৩) | ৩২,৪৫,৬৪৯ (১২,৫৩,১৫২) |
ওশেনিয়া | ০ (০) | ৮৯,৫৮,৬৩০ (৩৪,৫৮,৯৪৬) |
ইউরোপ | ৯৭,৩২,২৫০ (৩৭,৫৭,৬৪৩) | ০ (০) |
মোট বিস্তৃত এলাকা | ১১,৫৪,০৩,৫৬১ (৪,৪৫,৫৭,৫৬৪) | ২,৮৭,১৫,২৮৯ (১,১০,৮৭,০৩৫) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.