জনধিপত্য সুরক্ষা সমিতি

ভারতের রাজনৈতিক দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জনধিপত্য সুরক্ষা সমিতি

জনধিপত্য সুরক্ষা সমিতি (অনুবাদ : অ্যাসোসিয়েশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি) হল ভারতের কেরালা রাজ্যের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৯৪ সালে গঠিত হয়েছিল যখন সিপিআইএম নেতা কে আর গৌরী আম্মাকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) থেকে বহিষ্কার করা হয়েছিল।[]

দ্রুত তথ্য জনধিপত্য সুরক্ষা সমিতি, সংক্ষেপে ...
জনধিপত্য সুরক্ষা সমিতি
সংক্ষেপেজেএসএস
সভাপতিA. V. Thamarakshan[]
সাধারণ সম্পাদকA. N. Rajan Babu[]
প্রতিষ্ঠাতাK. R. Gouri Amma
প্রতিষ্ঠা২০ মার্চ ১৯৯৪ (৩০ বছর আগে) (1994-03-20)
বিভক্তিভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
সদর দপ্তরKerala State Committee Office, Iron Bridge P.O., Alleppey-688011, Kerala
ভাবাদর্শCommunism
Marxism[তথ্যসূত্র প্রয়োজন]
জাতীয় অধিভুক্তিUDF(1994-2013, 2021-Present)
LDF(2013-2021)[]
নির্বাচনী প্রতীক
Thumb
বন্ধ

জেএসএস সথজিথ গ্রুপ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে জোটবদ্ধ। কেরালায় ২০০১ সালের বিধানসভা নির্বাচনে জেএসএস চারটি আসন জিতেছিল (দলটি পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে)। অরুর নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত কে আর গৌরী আম্মা এ কে অ্যান্টনি রাজ্য সরকারের কৃষিমন্ত্রী ছিলেন।

বিশেষ নোট

১. দলের শুরু থেকেই তাদের অন্যতম প্রধান রাষ্ট্রনায়ক অ্যাড. ২০১৬ সালের মার্চে এলডিএফ-এর রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পর সথজিথের দল এলডিএফ-এর সঙ্গে জোট বেঁধেছে।

২. জেএসএস-এর রাজন বাবু দল ১১ মার্চ ২০১৬-এ এনডিএ-তে যোগদান করেছিল। রাজন বাবু এটি ঘোষণা করেছিলেন। কায়মকুলামে বিজেপির রাজ্য সভাপতি কুম্মানম রাজশেখরন এবং বিডিজেএস নেতা ভেল্লাপল্লী নাটেসানের সাথে আলোচনার পর। এবং তিনি ২০১৯ সালে এনডিএ ছেড়ে জেএসএস (গৌরী আম্মা) এর সাথে একীভূত হন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.