Loading AI tools
ফরাসি চলচ্চিত্র সমালোচক এবং পরিচালক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জঁ-লুক গদার[lower-alpha 1] (ফরাসি : [ʒɑ̃ lyk ɡɔdaʁ]; ৩ ডিসেম্বর, ১৯৩০ – ১৩ সেপ্টেম্বর, ২০২২) ফরাসি নবকল্লোল চলচ্চিত্র আন্দোলনের প্রধান পুরোধাদের অন্যতম, খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক এবং বিতর্কিত ও প্রভাবশালী পরিচালক।[1]
Jean-Luc Godard | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৩ সেপ্টেম্বর ২০২২ ৯১) | (বয়স
নাগরিকত্ব | ফরাসি, সুইস |
মাতৃশিক্ষায়তন | প্যারিস বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা, চিত্রগ্রাহক, সম্পাদক |
কর্মজীবন | ১৯৫০–বর্তমান |
আন্দোলন | ফরাসি নবকল্লোল |
দাম্পত্য সঙ্গী | আন্না কারিনা (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬৫) Anne Wiazemsky (বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৯) |
সঙ্গী | আন-মারি মিয়েভিল |
স্বাক্ষর | |
২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের আয়োজিত ভোটে সমালোচকদের প্রদত্ত ভোটে তিনি সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন।[2] বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের যে কোন চলচ্চিত্র নির্মাতার সমালোচনামূলক বিশ্লেষণের অন্যতম কাজ তার সৃষ্টি।[3] তিনি এবং তার কাজে বর্ণনামূলক তত্ত্বের কেন্দ্রে ছিল এবং বাণিজ্যিক বর্ণনাধর্মী চলচ্চিত্র শিল্পের রীতি ও চলচ্চিত্র সমালোচনার শব্দভান্ডারকে পরিবর্তন করে দিয়েছে।[4] ২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি এই আয়োজনে অংশগ্রহণ করেননি।[5] গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার,[6] রবার্ট অল্টম্যান, জিম জারমুশ, ওং কার-ওয়াই, ভিম ভেন্ডার্স,[7] বেরনার্দো বেরতোলুচ্চি[8] ও পিয়ের পাওলো পাসোলিনি।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.