Loading AI tools
চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত বাংলাদেশের স্টেডিয়াম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম ২০১২ সালে নির্মিত[1] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার জাফরপুর-নূরনগর মৌজায়[2][3] চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রোডের পাশে অবস্থিত। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার দ্বিতীয় স্টেডিয়াম[4]। জেলার পুরাতন স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের পূর্ব পাশে অবস্থিত। এই স্টেডিয়ামে জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট ও ফুটবল, খেলোয়াড় বাছাই এবং কনসার্ট[5] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।
অবস্থান | চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৩৭′৩২.০৮″ উত্তর ৮৮°৫১′৩৪.৯৩″ পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ২০,০০০ |
উপস্থিতির রেকর্ড | ৫০,০০০ এর অধিক |
ক্ষেত্রফল | ১৩.৩৬ একর |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০১২ |
নির্মিত | ২০১২ থেকে ২৭ আগস্ট, ২০১৩ হস্তান্তরঃ জানুয়ারি, ২০১৪ |
নির্মাণ ব্যয় | ৳ ১৭ কোটি ৯০ লাখ |
স্থপতি | জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন শাখা |
সাধারণ ঠিকাদার | মেসার্স আবুল কালাম আজাদ |
ভাড়াটে | |
চুয়াডাঙ্গা ক্রিকেট দল চুয়াডাঙ্গা ফুটবল দল চুয়াডাঙ্গা তীরন্দাজ সংসদ |
২০১২ সালের প্রথম দিকে নির্মাণ কাজ শুরু করা হয়, ২৭ আগস্ট, ২০১৩ তে নির্মাণ কাজ শেষ হয়[6][7]। নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদ, মার্চ, ২০১৪ তে নবনির্মিত স্টেডিয়ামটি জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করেন[1]।
স্টেডিয়ামের মাঠ গোলাকার। আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল করার উপযোগী[8]। গ্যালারী কংক্রিট নির্মিত। তিনতলা বিশিষ্ট ভিআইপি গ্যালারি, ড্রেসিং রুম, প্রেসবক্স, সম্মেলনকক্ষ সহ সাধারণ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামের প্রায় সব সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে[1]।
স্টেডিয়ামের গ্যালারীর মোট দর্শক ধারণ ক্ষমতা ১২ হাজার[1]। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে ২৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল[3][15], এই খেলার দিন গ্যালারীতে জায়গা না হওয়ায় দর্শকরা গ্যালারি ছাড়াও মাঠে ঢুকে খেলা দেখে[16]।
স্টেডিয়ামটির রক্ষনাবেক্ষণ করার জন্য কোন বরাদ্দ ও লোকবল না থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে স্টেডিয়ামের প্যাভিলিয়ন ও গ্যালারির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। গ্যালারির এক অংশের মাটি সরে গিয়ে সে এলাকায় ঝুঁকি তৈরি হয়েছে। [17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.