Loading AI tools
নজরুল গবেষক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গিয়াসুদ্দিন দালাল (জন্মঃ ২৬ আগস্ট, ১৯৫১) একজন খ্যাতনামা নজরুল গবেষক, অনুবাদক ও বাঙালি গীতিকার।[১]
গিয়াসুদ্দিন দালাল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ইংরাজিতে অনার্স সহ স্নাতক ও ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি সাত এর দশক থেকে আকাশবানী কলকাতা ও দূরদর্শনে প্রোডাকশন সহকারীর কাজে যুক্ত ছিলেন, ১৯৯৮ সালের পর তিনি নজরুল গবেষণায় ব্রতী হন এবং সুর তাল ছন্দ আঙ্গিক বজায় রেখে নজরুলগীতির ইংরেজি ভাষান্তর করেন।[২][৩] বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে ১৯৮০ সালে শিক্ষকতায় যোগ দেন। কবি নজরুল ইসলামের গ্রাম চুরুলিয়ার একটি স্কুলে পড়ানো শুরু করেন ২০০৬ সাল নাগাদ।[৪] ২০০৮ সালে কাজী নজরুলের বিখ্যাত উপন্যাস মৃত্যুক্ষুধার প্রথম ইংরেজি অনুবাদ (Hunger of Death) প্রকাশ করেন গিয়াসুদ্দিন।[৫] নজরুল রচিত অগ্নিবীণা (Harp of Fire), বাঁধন হারা (Bondless) ও স্বাধীনতা আন্দোলনের ওপর সৃষ্ট উপন্যাস কুহেলিকা'র ইংরেজি অনুবাদ (The Mysterious) করেছেন গিয়াসুদ্দিন। এছাড়া ছোটগল্প, নাটক প্রবন্ধ ইত্যাদিও অনুবাদ করেছেন তিনি।[৬][৭][৮] নজরুলের তিনশো'র বেশি গানকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন গিয়াসুদ্দিন। একদা তিনি ছিলেন পয়গাম পত্রিকায় সহ সম্পাদক, এসময় তিনি কলকাতা জার্নালিস্টস' ক্লাব এর প্রতিষ্ঠা করেছিলেন।[৯] গিয়াসুদ্দিন প্রচুর ভক্তিগীতি ও লোকসঙ্গীত রচনা করেছেন। তিনি কাজ করেছেন কল্যান সেনবরাট ও ভূপেন হাজারিকার সাথেও। বাঙালীর খাদ্যাভাস ও সংস্কৃতি নিয়ে তাঁর রচিত কালজয়ী গান বাংলা আমার সরষে ইলিশ/চিংড়ি কচি লাউ শিল্পী লোপামুদ্রা মিত্রের কন্ঠে অত্যন্ত জনপ্রিয় হয়।[১০]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.