Loading AI tools
হিন্দু দেবতা বিষ্ণুর একটি নাম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেশব (সংস্কৃত: केशव) হল হিন্দু ঐতিহ্য থেকে বিষ্ণুর একটি নাম। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কেশব মানে পরব্রহ্ম। নামটি মহাভারতের বিষ্ণু সহস্রনামে ২৩তম ও ৬৪৮তম নাম হিসেবে দেখা যায়। যারা দুর্ভাগ্য বা অশুভ লক্ষণ এড়ানোর জন্য কেশবের পূজা করা হয়। তাঁর স্ত্রী হলেন কীর্তি (লক্ষ্মী)।[১]
কেশব মানে "সুন্দর লম্বা চুলের অধিকারী" বা "কেশী রাক্ষসের হত্যাকারী"। পদ্মপুরাণ অনুসারে, এই নামটি কৃষ্ণের লম্বা, সুন্দর দেখতে ছেঁড়া চুলকে বোঝায়।[২] নারায়ণ পণ্ডিতাচার্যের সংগ্রহ রামায়ণ উল্লেখ করে, লেখক মীনাক্ষী ভরত ও মধু গ্রোভার বলেছেন যে "কেশব নামটি বিষ্ণুকে নির্দেশ করে। 'ক' অক্ষরটি ব্রহ্মাকে নির্দেশ করে এবং 'ঈশ' শিবকে নির্দেশ করে। কেশব শব্দটি এমন একজনকে বোঝায় যিনি ব্রহ্মা ও শিব উভয়কেই সজীব করেন"।[৩]
বৈদিক সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় শ্লোক যা কেশবকে পরম সত্তা বলে।
आकाशात् पतितं तोयं यथागच्छति सागरम् ।
सर्वदव नमस्कारः केशवं प्रतिगच्छति ॥যেভাবে বৃষ্টির জল পৃথিবীতে পতিত হয়ে তা সমুদ্রে পৌঁছে যায়, ঠিক একইভাবে, বিভিন্ন দেবদেবীকে দেওয়া নমস্কার শেষ পর্যন্ত একমাত্র ঈশ্বর কেশবের (বিষ্ণু) কাছে পৌঁছায়।[৪][৫]
ভগবদ্গীতায় অর্জুন কৃষ্ণের জন্য কেশব[৬] নামটি বহুবার ব্যবহার করেছেন, তাকে 'কেশী রাক্ষসের হত্যাকারী' হিসেবে উল্লেখ করেছেন: "আমি এখন এখানে আর দাঁড়াতে পারছি না। আমি নিজেকে ভুলে যাচ্ছি, এবং আমার মন ছটফট করছে। হে কেশব, কেশী রাক্ষসের হত্যাকারী, আমি কেবল দুর্ভাগ্যের কারণ দেখতে পাচ্ছি" (ভগবদগীতা ১.৩০)। রাক্ষস কেশী, ঘোড়ার আকারে, কৃষ্ণকে হত্যা করার জন্য কংস কর্তৃক প্রেরিত হয়েছিল কিন্তু তাকে পরাজিত করে হত্যা করা হয়েছিল (বিষ্ণুপুরাণ ৫.১৫-১৬)।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.