কিশোরী আমোনকর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কিশোরী আমোনকর[] একজন ভারতীয় কণ্ঠশিল্পী যিনি মূলত: শাস্ত্রীয় রীতির খেয়াল এবং হালকা শাস্ত্রীয় ঘরানার ঠুমরীভজন জাতীয় গানের জন্য পরিচিত। আমোনকর তার মা জয়পুর ঘরানার ধ্রুপদী শিল্পী মগুবাঈ কুর্দীকর-এর অধীনে সঙ্গীতের (জয়পুর ঘরানার ঐতিহ্যে) তালিম নিলেও কর্মজীবনে তিনি কণ্ঠ্য শৈলীর বিভিন্ন পরীক্ষামুলক ঢং ব্যবহার করেছেন। তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।[]

দ্রুত তথ্য কিশোরী আমোনকর, জন্ম ...
কিশোরী আমোনকর
জন্ম১০ এপ্রিল ১৯৩২[]
বোম্বাই, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু৩ এপ্রিল ২০১৭(2017-04-03) (বয়স ৮৪)
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
ধরনভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত
বাদ্যযন্ত্রকন্ঠ
পুরস্কার: পদ্মবিভূষণ ২০০২
বন্ধ

পুরস্কার ও সম্মননা

আমোনকর ১৯৮৭ সালে ভারতের জাতীয় পুরস্কার পদ্মভূষণ ও ২০০২ সালে পদ্মবিভূষণ পেয়েছেন।[] তাকে ১৯৮৫ সালে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার এবং ২০০৯ সালে সঙ্গীত নাটক একাডেমী ফেলোশিপ প্রদান করা হয়।[][]

টীকা

  1. প্রদত্ত নামটি কখনও কখনও ভুলভাবে কিশোর হিসাবে লেখা হয়।[]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.