কামাল হায়দার (রাজনীতিবিদ)

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা। তিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কামাল হায়দার (রাজনীতিবিদ)

কামাল হায়দার (২১ জানুয়ারি ১৯৪৭-৪ জুন ২০২৪) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা। তিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

দ্রুত তথ্য কামাল হায়দার, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ...
কামাল হায়দার
Thumb
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীশাহজাহান সাজু
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৭-০১-২১)২১ জানুয়ারি ১৯৪৭
বৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী
মৃত্যু৪ জুন ২০২৪(2024-06-04) (বয়স ৭৭)
১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকা
সমাধিস্থলবৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী
রাজনৈতিক দলগণফোরাম
অন্যান্য
রাজনৈতিক দল
ন্যাশনাল আওয়ামী পার্টি,
বাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
পিতামাতাইদ্রিস আলী মাস্টার (পিতা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
বন্ধ

প্রাথমিক জীবন

কামাল হায়দার ২১ জানুয়ারি ১৯৪৭ সালে নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইদ্রিস আলী মাস্টার।[][]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন।[]

রাজনৈতিক জীবন

কামাল হায়দার শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।[][]

১৯৭১ সালে তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।[][]

ন্যাশনাল আওয়ামী পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।[][][]

আশির দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি ১৫ দল ও আর দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এবং ৯০ এর গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন।[]

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় জোটের সমর্থনে ন্যাশনাল আওয়ামী পার্টি (এনএপি) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][][][][]

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ (মুজাফফর) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[]

বাংলাদেশ শান্তি পরিষদের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে গণফোরাম ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হন।[]

রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।[][]

পারিবারিক জীবন

কামাল হায়দারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল সিটি গ্রুপের সিনিয়র ডিরেক্টর, ছেলের বউ চিকিৎসক ও সেনাবাহিনীর মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন।[][]

মৃত্যু

কামাল হায়দার ৪ জুন ২০২৪ সালে নিজ বাসভবন ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকায় মৃত্যুবরণ করেন। নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের পারিবারিক গোরস্থানে ৫ জুন ২০২৪ সালে তাকে সমাহিত করা হয়।[][]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.