Loading AI tools
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা। তিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কামাল হায়দার (২১ জানুয়ারি ১৯৪৭-৪ জুন ২০২৪) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা। তিনি নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[1][2]
কামাল হায়দার | |
---|---|
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | শাহজাহান সাজু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী | ২১ জানুয়ারি ১৯৪৭
মৃত্যু | ৪ জুন ২০২৪ ৭৭) ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকা | (বয়স
সমাধিস্থল | বৈলাবো গ্রাম, চক্রধা, শিবপুর, নরসিংদী |
রাজনৈতিক দল | গণফোরাম |
অন্যান্য রাজনৈতিক দল | ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | ১ ছেলে ও ১ মেয়ে |
পিতামাতা | ইদ্রিস আলী মাস্টার (পিতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
কামাল হায়দার ২১ জানুয়ারি ১৯৪৭ সালে নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইদ্রিস আলী মাস্টার।[3][2]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন।[4]
কামাল হায়দার শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।[3][5]
১৯৭১ সালে তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।[5][3]
ন্যাশনাল আওয়ামী পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।[2][3][4]
আশির দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি ১৫ দল ও আর দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এবং ৯০ এর গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন।[3]
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় জোটের সমর্থনে ন্যাশনাল আওয়ামী পার্টি (এনএপি) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2][3][4][6]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ (মুজাফফর) প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[5]
বাংলাদেশ শান্তি পরিষদের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে গণফোরাম ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হন।[3]
রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।[2][3]
কামাল হায়দারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল সিটি গ্রুপের সিনিয়র ডিরেক্টর, ছেলের বউ চিকিৎসক ও সেনাবাহিনীর মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন।[3][4]
কামাল হায়দার ৪ জুন ২০২৪ সালে নিজ বাসভবন ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি, ঢাকায় মৃত্যুবরণ করেন। নরসিংদীর শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের পারিবারিক গোরস্থানে ৫ জুন ২০২৪ সালে তাকে সমাহিত করা হয়।[4][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.